মেরিন ড্রাইভ এলাকায় ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং (সংশোধিত) কমিটি গঠিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১০ মে ২০২৪ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-০৩ ১৭:২৮:২৫

মেরিন ড্রাইভ এলাকায় ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং (সংশোধিত) কমিটি গঠিত

বার্তা পরিবেশক:পর্যটকদের নিরাপত্তা, সংশ্লিষ্ট বাহিনীকে সহযোগিতার মাধ্যমে পর্যটন বান্ধব সেবা প্রদানে অঙ্গিকারবদ্ধে ট্যুরিষ্ট কমিউনিটি পুলিশিং মেরিন ড্রাইভ এলাকার কার্যকরি (সংশোধিত) কমিটি গঠিত হয়েছে। ৩ মার্চ সন্ধ্যায় ট্যুরিষ্ট পুলিশের কার্যালয়ে উক্ত কমিটির অনুমোদন দেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের সুপারেন্টটেন্ড মো. জিল্লুর রহমান। কমিটিতে কলাতলি মেরিন ড্রাইভ হোটেল মালিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুকিম খাঁনকে সভাপতি এবং নির্সগ হোটেল এন্ড রিসোর্ট ফ্লাট মালিক বিশিষ্ট ব্যবসায়ি দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে ওসমান গনি, হাসান তালুকদার, সাজেদুল করিম টিংকু, যুগ্ন সম্পাদক পদে নুরুল আমিন ও আবদুল মুবিন, সহ- সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আমিন, অর্থ সম্পাদক পদে নাসির উদ্দিন, প্রচার সম্পাদক পদে সাংবাদিক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবদুল গফুর, মহিলা বিষয়ক সম্পাদক পদে কাউন্সিলর ইয়াছমিন আক্তার, সদস্য যথাক্রমে আবু মোকারম, আবদুস সবুর, আবদুস সালাম ভুট্টো, মিজানুর রহমান, মো. মিনহাজ, আবু হানিফ মাসুম, মো. শরীফ বাবু, সাদমান ফুয়াদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক এম. সাকের আহমদ ও তরিকুল ইসলামসহ বিভিন্ন ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তা-সদস্যগণ। নবগঠিত কমিটির উদ্দেশ্যে এসপি মো.জিল্লুর রহমান বলেন, কলাতলির পর্যটন এলাকার আইন শৃংখলার উন্নয়ন, পর্যটকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ, বীচ ক্লিনিংসহ সার্বিক সহযোগিতায় উক্ত কমিটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে যেটি ট্যুরিষ্ট পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

আরো সংবাদ