রামুতে বনবিভাগের জমিতে পাকা বাড়ি নির্মাণ! - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-১১-১৭ ১৮:১৪:০৫

রামুতে বনবিভাগের জমিতে পাকা বাড়ি নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ এলাকায় বনবিভাগের জমিতে পাকা বাড়ি নির্মাণ করছেন এক ভূমিদস্যূ। কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার জনৈক নুরুল ইসলাম এ পাকা বাড়ি নির্মাণ করছেন। রাজারকুল বিট কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন রক্ষায় আমরা কাজ করছি। নুরুল ইসলাম বনবিভাগের জমিতে ইট এনে ঘর তৈরি করতে পারবে না। এর আগেও তার স্থাপনায় বনবিভাগ অভিযান পরিচালনা করেছেন। যদি নুরুল ইসলাম ঘর তৈরির কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ উঠেছে, বিট কর্মকর্তা জহিরুল ইসলামের রহস্যজনক আচরণের কারনে বনবিভাগের জমিতে বেপরোয়াভাবে নুরুল ইসলাম পাকা বাড়ি নির্মাণ করছেন। তবে অভিযোগ সত্য নয় বলে জানান বিট কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার (৬ নভেম্বর) ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়লে রাজারকুল রেঞ্জের বিট কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে মনিরঝিল সোনাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামের তৈরি করা গুদামঘরসহ বিভিন্ন স্থাপনার বর্ধিতাংশ গুড়িয়ে দেন।

আরো সংবাদ