শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৫-১৭ ২৩:০০:২৭

শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি

সংবাদ বিজ্ঞপ্তি :  বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, “বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না।
বিএনপি মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। জননেত্রী শেখ হাসিনার উদারতা প্রশংসা করছেন বিশ্ব নেতারা। তিনি এখন বিশ্ব মানবতাবাদী নেতায় পরিণত হয়েছেন। দিশেহারা মানুষের আলোকবর্তিকায় পরিণত হয়েছেন। কোনো ষড়যন্ত্রই তাকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ, এদেশের জনগণ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাকেই পূর্ণতা দিতে চলেছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি।”
মঙ্গলবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজার পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে হত্যার পর দেশকে উল্টোরথে নিয়ে যাওয়া শুরু করে। তারা ভেবেছিল এই দেশে বঙ্গবন্ধুর কথা আর কেউ বলতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে দীর্ঘ সংগ্রাম করে তিল তিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশের মানুষের স্বপ্ন। আর ৪১ বছর ধরে এদেশের মানুষের স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আগামী নির্বাচনে তাঁকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, গভীর সমুদ্রবন্দরসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহ—সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, উপ—প্রচার সম্পাদক এম. এম এ মনজুর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারূফ আদনান, জেলা শ্রমিক লীগের আহবায়ক সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সহ—সভাপতি আসিফুল মাওলা, ডাক্তার পরিমল কান্তি দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী ও গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এটিএম জিয়া উদ্দিন জিয়া, এড. তাপস রক্ষিত, খোরশেদ আলম কুতুবী, ইউনুস বাঙালি, আমিনুর রশীদ, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ কোম্পানি, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ইয়াহিয়া খান, ওসমান গণি টুলু, আজিমুল হক, জানে আলম পুতু, ওয়াহিদ মুরাদ সুমন, আরমানুল আজিম, আবু আহম্মদ, সাইফুল ইসলাম চৌধুরী, তাজ উদ্দিন, আসাদুজ্জামান কুতুবী, জাফর আলম, মো. সেলিম, মাহবুব কামাল হিমেল, আমির উদ্দিন, জহিরুল কাদের ভুট্টু, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, আবদুল মজিদ সুমন, মোর্শেদুল হক চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, মোঃ ইলিয়াস, হাজী এনামুল হক, নাজিম উদ্দীন, মো. গিয়াস, সেলিম উল্লাহ, এড. রিদুয়ান আলী, নুরুল আলম পেটান, নাছির উদ্দীন, এবি ছিদ্দিক খোকন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের, হাবিব উল্লাহ, ওয়াজ করিম বাবুল, চেয়ারম্যান মুজিবুর রহমান, খোরশেদ আলম, নাজিম উদ্দীন বাবুল, সরওয়ার আলম, এহেছানুল হক, শাহজাহান মনির, নুরুল আজিম, মে. নাছির উদ্দীন, আবুল কালাম, ডাঃ হারুন, আলতাজ আহমদ, মমতাজ আহমদ ও মুনিবুর রহমান প্রমূখ।

আরো সংবাদ