সদর থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১ মে ২০২৪ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৫-১২-০৭ ১১:১৯:২৯

সদর থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

সংবাদ বিজ্ঞপ্তি: arrestকক্সবাজার সদর মডেল থানায় বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী, জিআর, সিআর ও নিয়মিত মামলার ১৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার কুতুবদিয়া পাড়া, বৈদ্যঘোনা, পিএমখালী, ভারুয়াখালীসহ সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকা এ অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন ও ওসি (তদন্ত) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হল, কক্সবাজার শহরের নাজিরার টেকের মৃত আবু তাহেরের ছেলে শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম বাসাইন্যা, এসএম পাড়ার মৃত জহিরুল ইসলামের ছেলে নিজামুল হক, সদর উপজেলার পিএমখালী ধাওনখালীর আব্দুর রহিমের মেয়ে রাহেলা বেগম, আমির হোছনের ছেলে হাবিবুর রহমান, মৃত আমির হোসেনের ছেলে আব্দুর রহমান, আব্দুর রহমানের স্ত্রী ফরিদা বেগম, ভারুয়াখালীর সৈয়দুল হকের ছেলে নুরুল আজিম, লাবনী পয়েন্টস্থ সৈকত পার্কের মৃত মোঃ ইউনুছের ছেলে মোঃ জামশেদ, পশ্চিম বড়–য়া পাড়াস্থ আধার বড়–য়ার স্ত্রী নিলু বড়–য়া, কক্সবাজার শহরের হোটেল আল মুবিন কমপ্লেক্সেস্থ জাফর আহমদের ছেলে ডাঃ মুবিনুল হক, হাঙ্গরপাড়ার নুরুল ইসলামের স্ত্রী জিন্নাত বাহার, পিএমখালীস্থ ছনখোলা পশ্চিম পাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ মোবারক, জুমখালী শিকদার পাড়াস্থ মৃত ওসমান গনির ছেলে আবু তৈয়ব, ছনখোলা মাঝের পাড়াস্থ নুর আহাম্মদের ছেলে সৈয়দ উল্লাহ, মৃত মনির আহমদের ছেলে আব্দুল জলিল, সুলতান আহমদের ছেলে এরশাদুল, জমির উদ্দিনের ছেলে মোঃ ফিরোজ, মৃত আবুল খায়েরের ছেলে জমির উদ্দিন, আমির হামজার ছেলে মুবিনুল হক, পিএমখালীস্থ ছনখোলা নয়াপাড়ার মৃত মোঃ বকসুর ছেলে সুলতান আহমদ, ভারুয়াখালীস্থ মৃত তালেব আলীর ছেলে আলী হোসেন, পশ্চিম পোকখালীর মৃত মকবুল আহমদের ছেলে আবুল কালাম, পোকখালীর মৃত কালা মিয়ার ছেলে জমির উদ্দিন, কালিছড়া পূর্ব ভুড়িয়া পাড়ার মীর আহামদের ছেলে মনজুর আলম, বৈদ্যরঘোনার মৃত মনির আহমদের ছেলে মোঃ বাপ্পি, বইল্লা পাড়া মজিবের ছেলে আব্দুল খালেক টুনু।

আরো সংবাদ