সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২২-১০-১৯ ১৩:০৯:০২

সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নিউজ  ডেস্ক :  আগামী বছরের জন্য ৫৪ লাখ ৬০ হাজার মেট্রিক টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল এবং পরিশোধিত জ্বালানি তেল ৩৮ লাখ ৬০ হাজার টন।

বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার।

তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৩ সালের জন্য সৌদি আরবের সৌদি আরামকো এবং আবুধাবীর এডিএনওসি থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৩ সালের জন্য জি-টু-জি ভিত্তিতে মোট ৩৮ লাখ ৬০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চল পতেঙ্গা ও এর সংলগ্ন এলাকায় পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন সুয়ারেজ প্রজেক্ট ফর পতেঙ্গা ক্যাচমেন্ট’ প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীন চট্টগ্রাম ওয়াসা এ প্রকল্প বাস্তবায়ন করবে।

ইউক্রেইন রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বে জ্বালানি তেলের দাম দীর্ঘদিন ধরে ঊর্ধমুখী থাকায় তা সারাবিশ্বে অর্থনীতির জন্য দুশ্চিন্তার কারণ হয়েছে দাঁড়িয়েছে। গত কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের আশেপাশে ঘুরাফেরা করছে। যুদ্ধের আগে এই দাম ৬০ থেকে ৭০ ডলারের মধ্যে ছিল।

রাষ্ট্রীয় তেল কোম্পানি বিপিসির হিসাবে, ২০২১-২০২২ অর্থবছরে দেশে প্রায় ৬৭ লাখ টন জ্বালানির প্রয়োজন হয়েছিল। এই চাহিদা প্রতিবছরই ৭ থেকে ৮ শতাংশ হারে বাড়ছে।

আরো সংবাদ