সুগন্ধা সৈকতে গোসল করতে নেমে না ফেরার দেশে যুবক - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৩-১১ ০৬:৩০:৫৮

সুগন্ধা সৈকতে গোসল করতে নেমে না ফেরার দেশে যুবক

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শাহেদ হোসেন বাপ্পি নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে ট্যুরিষ্ট পুলিশ। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে ওই যুবকসহ ৬ বন্ধু এক সঙ্গে সুগন্ধা বীচে আসে। পরে পানিতে গোসল করতে নামলে ওই যুবক পানিতে ডুবে গেলে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শাহেদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের শামসু আলমের ছেলে।

কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার (১১ মার্চ) সকাল ১০ টার দিকে তারা ৬ বন্ধু একত্রে সুগন্ধা বীচে আসে। পরে পানিতে গোসল করতে নামলে ওই যুবক পানিতে ডুবে গেলে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার সময় সে মারা যায়।

এদিকে ওই যুবকের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। তার গ্রামের বাড়ি রামু উপজেলার তেচ্ছিপুল গ্রাম। সেখান থেকে স্বজনরা এসো শাহেদের লাশ নিজগ্রামে নিয়ে যাবে এ প্রক্রিয়া চলছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে মৃত্যু হওয়া যুবক রামু সরকারি কলেজের একাদশ শ্রেণীর অধ্যায়রত ছাত্র ছিলেন।

 

আরো সংবাদ