সুশীলন ৫নং ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ৪৬৪টি পরিবারের মধ্যে ননফুড আইটেম বিতরণ - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০২-১২ ১৭:১৫:০৯

সুশীলন ৫নং ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ৪৬৪টি পরিবারের মধ্যে ননফুড আইটেম বিতরণ

সুশীলন ৫নং ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ৪৬৪টি পরিবারের মধ্যে ননফুড আইটেম বিতরণ

বার্তা পরিবেশক  : বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর মাধ্যমে ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ৪৬৪ টি পরিবারের মাঝে ননফুড আইটেম বিতরণ।

Human Concern International এর আর্থিক সহযোগিতায় সুশীলন এর বাস্তবায়নে Emergency Relief Kits For Fire Affected People In Rohingya Camp- 5 project এর মাধ্যমে ৪৬৪ টি পরিবারের মাঝে ননফুড আইটেম প্যাকেজ বিতরণ করা হয়। সিলভারের ঢাকনা সহ ভাত রান্নার জন্য হাড়ি-১ টি, সিলভারের ঢাকনা সহ তরকারি রান্নার হাড়ি- ১ টি, মেলামাইন প্লেট- ৩ পিচ, মেলামাইন গ্লাস- ২ পিচ, মেলামাইন ভাতের চামচ- ১ পিচ, মেলামাইন তরকারির চামচ- ১ পিচ, প্লাস্টিক মাদুর- ১ পিচ, থামি- ২ পিচ, গামছা- ১ পিচ সহ মোট- ৯ টি আইটেম বিতরণ করা হয়।

 

উক্ত বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন জনাব, মোঃ আব্দুর রউফ ক্যাম্প ইনচার্জ, ক্যাম্প-৫ এবং আরও উপস্থিত ছিলেন Human Concern International এর ঢাকার প্রতিনিধি জনাব মোঃ মশি নাইমুল, সুশীলনের সহকারী পরিচালক মোঃ আব্দুল আলিম এবং প্রকল্প সমন্বয়কারী মাহমুদা খাঁ।

আরো সংবাদ