সৈকতে ভেসে এলো দুটি বিরল প্রজাতির মৃত কচ্ছপ  - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২২-০৩-২২ ১১:৫৮:২০

সৈকতে ভেসে এলো দুটি বিরল প্রজাতির মৃত কচ্ছপ 

নিউজ  ডেস্ক : সৈকতে ভেসে এলো ‘সঙ্কটাপন্ন’ প্রজাতির দুটি মৃত কচ্ছপ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির দুটি মৃত সামুদ্রিক কচ্ছপ। এর একটির ওজন আনুমানিক ২৫ ও অন্যটির ওজন ২০ কেজি। কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা সৈকতে ঘুরতে গিয়ে মৃত কচ্ছপ দুটি দেখতে পান। মৃত কচ্ছপ দুটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে কচ্ছপ দুটি মারা গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে কুয়াকাটার ফরেস্ট অফিস সংলগ্ন সৈকত ও গঙ্গামতি সৈকতের বালুচর থেকে মৃত কচ্ছপ দুটি উদ্ধার করা হয়। পরিবেশবিদরা জানান, সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডিম পাড়ার জন্য কচ্ছপ উপকূলে আসে। এ প্রজাতির কচ্ছপ প্রায় পাঁচ ঘণ্টা সমুদ্রের তলদেশে অবস্থান করতে পারে। এরপর শ্বাস নিতে পানির উপরে উঠলে জালে ধরা পড়ে।

এছাড়া ডিম পেড়ে সাগরে ফিরে যাওয়ার সময়ও বিভিন্ন বন্যপ্রাণীর আক্রমণ কিংবা সৈকতে চলাচল করা বাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারে। এর আগে সোমবার বিকেলে গঙ্গামতি সৈকতে ভেসে আসে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন, যার পেট কাটা ছিলো।

বর্তমানে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় অলিভ রিডলেকে ‘সঙ্কটাপন্ন’, গ্রিণ টার্টলকে ‘বিপন্ন’ এবং হকসবিল টার্টলকে ‘মহাবিপন্ন’ প্রজাতির কাতারে রাখা হয়েছে। ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলজপ্রাণি হিসেবে বিবেচনা করা হয়। কচ্ছপ ক্ষতিকর জেলি ফিশ খেয়ে ফেলে, যা মাছের বংশ বিস্তারে সহায়ক ভূমিকা রাখে। এ প্রজাতির কচ্ছপ বাংলাদেশে সংরক্ষিত।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, কুয়াকাটা সৈকতে একের পর এক সামুদ্রিক বিভিন্ন প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মৎস্য ও প্রাণি সম্পদ গবেষকরা গবেষণা করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র- ৭১ টিভি অনলাইন।

আরো সংবাদ