রামুতে মাছের ড্রামের ভেতর মিললো ৭৫ বোতল মদ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৩-০৮ ১২:৪০:৩৭

রামুতে মাছের ড্রামের ভেতর মিললো ৭৫ বোতল মদ


আবু বক্কর ছিদ্দিক ও জয়নল আবেদীন রামু :মাছের ড্রামের ভিতর লুকিয়ে পাচার কালে ৭৫ বোতল আমদানী নিষিদ্ধ মায়ানমারের তৈরী রাম (মদ) উদ্ধার করেছে তুলাবাগান হাইওয়ে থানা পুলিশ। ৮ মার্চ সকাল ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃত হলো কক্সবাজারের রামু পূর্ব গোয়ালিয়া পালং এলাকার খুইল্যা মিয়ার ছেলে নাসির মিয়া (২২) এবং আবদুল আজিজের ছেলে রাশেদুল ইসলাম (২১)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি জানান, মাছের ড্রামের ভেতর লুকিয়ে কৌশলে মদ নেয়ার সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের ভিত্তি করে রামু তুলাবাগান চেকপোস্টে কক্সবাজারগামী টমটম তল্লাসী করে মিয়ানমারে তৈরি ৭৫ বোতল মদসহ ২ জনকে আটক করা হয়। এ সময় বহনকারী টমটমটিও জব্দ করা হয়।

আরো সংবাদ