মহেশখালীর প্রধান সড়কের বেহাল দশা - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১ মে ২০২৪ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৭-০৬ ১৬:৩৩:৫৩

মহেশখালীর প্রধান সড়কের বেহাল দশা


মো.কাইছার হামিদ: মহেশখালী উপজেলার জনতা বাজার থেকে গোরকঘাটা প্রধান সড়কে সামান্য বৃষ্টি হলেই প্রধান সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে ইট কংক্রিট। এতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। উক্ত সড়ক দিয়ে হাঁটা চলা যেনো দায় হয়ে পড়েছে। উপজেলার কালারমারছড়া, হোয়ানক, মাতারবাড়ী ও শাপলাপুরসহ বিভিন্ন ইউনিয়নের সড়কের উপর পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক পুকুরে পরিণত হলে এতে নজর নাই সংশ্লিষ্টদের। সচেতন মহলের দাবী পাহাড় সমৃদ্ধি দ্বীপ সাগর কন্যা মহেশখালী উপজেলায় বর্তমানে সরকারের সু-নজরে থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিপুল উন্নয়নসহ বড় বড় মেগা প্রকল্প স্থাপনের কাজ চলমান থাকলেও এখনও পর্যন্ত প্রধান সড়কে কোন ধরণের সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুকুরে পরিণত হয়। স্থানীয়াদের অভিযোগ, সড়কের দু’পাশে পানি চলাচলের জন্য ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর দিয়ে চলে পানি। এমন কি হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা, কালারমারছড়া বাজার সংলগ্ন দু’দিকে ও চালিয়াতলীতে বিশাল আকারে গর্তসহ ভেঙ্গে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো গ্রীষ্মকাল জুড়ে ময়লা আবর্জনার পানির উপর দিয়ে জনসাধারণসহ যান চলাচল করলেও বর্ষাকালে উক্ত সড়কে বৃষ্টির পানি জমেছে হাঁটু পরিমাণ। ফলে এই জলাবদ্ধতার কারনে সীমাহীন দুর্ভোগে পড়েছে সকল শ্রেণির নারী-পুরুষ। আর প্রধান সড়কগুলো সংস্কারের জন্য বারংবার আবেদন নিবেদন করলেও সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাই স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান। মহেশখালীর প্রবেশদ্বার চালিয়াতলী এলাকার ইউপি সদস্য লিয়াকত আলী খান জানান, চালিয়াতলী (বালুর ডেইল) বাজারে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সব ধরণের চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় সড়ক সংস্কার করতে সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

আরো সংবাদ