রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে মিয়ানমারের তদন্ত দল কক্সবাজারে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৮-১৯ ১২:৩৩:১০

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে মিয়ানমারের তদন্ত দল কক্সবাজারে

জসিম সিদ্দিকী, কক্সবাজার: রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের সরেজমিনে সাক্ষ্য নিতে কক্সবাজারে পৌঁছেছে মিয়ানমারের তদন্ত দল। ১৯ আগস্ট বেলা ১১ টার দিকে দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে তারকা হোটেল রয়েল টিউলিপে বিশ্রাম নেন। এরপর দুপুর একটার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এর কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেন। তদন্ত দল পরবর্তীতে ইউএনএইচসিআরের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ফিলিপাইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রোজারিও মানালো। কমিশনের অন্য সদস্যরা হলেন মিয়ানমারের সাংবিধানিক ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান মিয়া থেইন, জাতিসংঘে জাপানের সাবেক স্থায়ী প্রতিনিধি কেনজো ওশিমা এবং ইউনিসেফের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. অন তুন থেট। তারা আজ ২০ আগস্ট সকালে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। উল্লেখ্য যে, রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে গত শনিবার বাংলাদেশে আসে।

আরো সংবাদ