করোনা সংক্রমণ রোধে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির করণীয় - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৪-০২ ২০:২২:৫৯

করোনা সংক্রমণ রোধে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির করণীয়

এম. হেলাল আহমদ রিজভী উখিয়া: দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরাম কর্তৃক করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিরাজমান পরিস্থিতিতে জনগণের সুরক্ষা বিষয়ে প্রণীত নির্দেশনা যা ইসলামিক ফাউন্ডেশন গেজেট আকারে প্রকাশ করেছে।
খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির করণীয়: (১) পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদকে জীবাণুনাশক দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে এবং কার্পেট-কাপড় সরিয়ে ফেলা, (২) জামআত সংক্ষিপ্ত করা, (৩) জুমআর বয়ান, খুতবা ও দোআ সংক্ষিপ্ত করা, (৪) বর্তমান প্রেক্ষাপটে দরসে তাফসীর ও দরসে হাদিস, তা’লীম, তাবলীগ জামআতের আনাগোনা স্থগিত রাখা, (৫) অযুখানায় অবশ্যই সাবান ও পর্যাপ্ত টিস্যু রাখা, (৬) সালাতুত তাওবা, দুখুলুল মসজিদ, যিকির-আযকার ও অন্যান্য আমল ঘরে আদায় করা। তবে মসজিদে আদায় করলেও জনগণের দূরত্ব বজায় রাখা, (৭) কক্সবাজার সহ দেশের কোন মসজিদে যদি তাবলীগ জামআত তথা বিদেশী মেহমান অবস্থানরত থাকেন তাদের বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে সত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

আরো সংবাদ