ভাসানচরে আরও এক লাখ রোহিঙ্গা নেয়ার পরিকল্পনা - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-১২-০৫ ০৬:৫৮:১৬

ভাসানচরে আরও এক লাখ রোহিঙ্গা নেয়ার পরিকল্পনা

কক্সবাজার থেকে ভাসানচরে গেলো ১৯ হাজার ৫৫৭ জন রোহিঙ্গা

নিউজ  ডেস্ক :  রোহিঙ্গাদের দেখশোনারর জন্য গত অক্টোবরে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনসিএইচআর (UNHCR) চুক্তিবদ্ধ হয়। সংস্থাটি কিভাবে কাজ করবে, এরই মধ্যে শুরু হয়েছে তার কর্ম পরিকল্পনা। সবার আগে সেখানে যাচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা।

ভাসানচরে নিশ্চিত করা হয়েছে, থাকার সুব্যবস্থা, জীবিকার সুবিধা, মিয়ানমারের ভাষায় শিশুদের শিক্ষা ব্যবস্থাসহ চলাচলের স্বাধীনতা। তাই এ বছর ডিসেম্বরের মধ্যে সেখানে রোহিঙ্গার সংখ্যা এক লাখে নিয়ে যেতে চায় সরকার। আগামীতে আরও এক লাখ রোহিঙ্গা নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন জানিয়েছেন, বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।

মূলত প্রাকৃতিক ঝুকিপূর্ণ এলাকা ও ছোট স্থানে বেশি মানুষ থাকায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে রোহিঙ্গাদের।

আরো সংবাদ