FIVDB-WHH-BMZ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০৪-২৬ ০৩:২৪:২৫

FIVDB-WHH-BMZ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

FIVDB-WHH-BMZ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

বার্তা পরিবেশক : FIVDB-WHH-BMZ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে দিনব্যাপী আয়োজিত এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জানাগেছে, Whelthungerhilfe (WHH ) এবং BMZ এর অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি ) কতৃক আয়োজিত Improved Relations Between Rohingya Refugees and Host Communities by Joint Protection of the shared Environment প্রকল্পটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংস্থাগুলোেএই প্রকল্পের ৩ বছরের নিবেদিত প্রচেষ্টার সফল সমাপ্তি উদযাপন করেছে।

FIVDB-WHH-BMZ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এই প্রকল্পের সফলতা নিয়ে আলোচনা করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব পরিমল কুমার সরকার, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নওশের ইবনে হালিম, রোহিঙ্গা ক্যাম্প ২৪ ও ২৫ এর ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম, সহকারী ক্যাম্প ইনচার্জ মোস্তাক আহমেদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের উপসচিব মুহাম্মদ তালুত প্রমুখ।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সরকারি সংস্থা, জাতিসংঘের সংস্থা UNHCR এবং অন্যান্য এনজিওর প্রতিনিধিদের আগমনের মাধ্যমে ,FIVDB-WHH-BMZ প্রকল্পের ৩ বছরের প্রচেষ্টার সফল সমাপ্তি করেন।

আরো সংবাদ