টেকনাফ সীমান্তে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০২০-০৩-১৯ ১৬:১৯:২২

টেকনাফ সীমান্তে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

মজিবুর রহমান, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদী কিনারা থেকে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ান সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, বিজিবির উপঅধিনায়ক মেজর রুবায়াৎ কবীর ও অপারেশন মেজর রুহুল আসাদ। এ সময় অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার কেয়ারি ঘাট এলাকার নাফনদীতে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এসময় মিয়ানমার থেকে সাঁতরে নাফনদী পেরিয়ে ইয়াবা একটি চালান টেকনাফে নিয়ে আসে তিনজন পাচারকারি। এসময় বিজিবির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে।
তিনি জানান, এতে বিজিবি তাদের থামানোর সংকেত দিলে তারা না থেমে তিনটি বস্তা ফেলে অন্ধকারে কেওড়া বাগানের দিকে ঢুকে পরে। পরে ইয়াবা পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে বিজিবি। উদ্ধাকৃত বস্তা থেকে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৯ কোটি ৩০ লাখ টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

আরো সংবাদ