আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০১৯-১০-১১ ২০:২০:৪৮

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।[the_ad_placement id=”new”]

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। তারা বলেন, ‘শনিবারও (১২ অক্টোবর) আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে আজ যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে আমরা মনে করব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিবেশ আছে।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা বার্তাটোয়েন্টাফোর.কমকে জানান, ‘আমাদের দাবি দশ দফা। তবে ভিসি স্যার আমাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করে আমাদের কথা শুনেছেন, ভর্তি পরীক্ষার জন্য সহযোগিতা চেয়েছেন। তাই আমরা এখন দশ দফা দাবির যে পাঁচ দফা দ্রুত বাস্তবায়ন করা যায় সেগুলো পূরণের আল্টিমেটাম দিচ্ছি। এগুলো বাস্তবায়ন হলে যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ তারা জানান, শনিবার সকাল ১০টায় বুয়েট ক্যাম্পাসের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরো সংবাদ