উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কউকের অভিযান! - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২১-০৪-২৬ ১৬:২৯:১৪

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কউকের অভিযান!

বার্তা পরিবেশক : উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে মালিকাধীন দোকানপাট উচ্ছেদ করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ও ২৫ এপ্রিল বিকেলে হুট করে বিনা নোটিশে কউকের সহকারি প্রকৌশলী সোহেল রানার নেতৃত্বে একদল উচ্ছেদকারী এ অভিযান চালায়।

জানাগেছে, কক্সবাজার কেন্দ্রীয় বাসর্টামিনালের প্রধান সড়কের উত্তর গেইটস্থ আরএস ১৬০১ নং খতিয়ানের ক্রয় সূত্রে মালিক মরহুম মাষ্টার বদিউর রহমানের স্ত্রী ষাটর্ধো বয়সী শামশুন নাহার। তপশীলোক্ত জমিতে শামশুন নাহারের দোকানগৃহ, খাবার হোটেল ও পানের দোকানসহ বিবিধ স্থাপনা রয়েছে। উক্ত জমি হতে শামশুন নাহারকে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলে পিটিশনার হয়ে তিনি মহামান্য হাইকোর্টে ২৭২৩/২০২১ ইংরেজী রীট পিটিশন দায়ের করেন। এ নিয়ে মহামান্য হাইকোর্ট গত ১৫ মার্চ তারিখে শুনানী অন্তে আদেশ প্রচার করেন। কিন্তু ওই আদেশ অমান্য করে কউক হুট করে উচ্ছেদের নামে শামশুন নাহারের মাকের্টের বেশ কিছু দোকানপাট ভাংচুর করে।

ভূক্তভোগি ষাটর্ধো বয়সী শামশুন নাহার জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা থাকার পরেও কউক এই করোনাকালে সর্বাতœক লকডাউনে বেআইনীভাবে তার পরিবারের একমাত্র আয়ের উৎস মাকের্টের দোকানগুলো উচ্ছেদের নামে ভাংচুর করেছে। যদি কউক একটি নোটিশ করে আগেভাগে তাদের জানাতো তাহলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হতো না। তিনি এব্যাপারে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি উচ্ছেদের নামে ভাংচুরের ক্ষয়-ক্ষতি পূরণের দাবীও জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক জানান, মাকের্টের দোকানপাট উচ্ছেদের ব্যাপারে কউকের চেয়ারম্যানের সাথে তিনি যোগাযোগ করলে পিএস সাদ্দাম বলেন ৫ মে’র পরে চেয়ারম্যান সাহেব এ বিষয়টি চিন্তা করবেন বলে জানান।

 

আরো সংবাদ