কক্সবাজারে এইচএসসি সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ হাজার ৯৬১ জন শিক্ষার্থী - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১২-০২ ০৪:৩৬:০৮

কক্সবাজারে এইচএসসি সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ হাজার ৯৬১ জন শিক্ষার্থী

কক্সবাজার   :  আজ সারাদেশে বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। করোনা মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হচ্ছে পরীক্ষা। এবার কক্সবাজারে ৩৪টি কেন্দ্রে পরীক্ষা দিতে বসেছে ১৬ হাজার ৯৬১ জন শিক্ষার্থী। তাঁরমধ্যে এইচএসসিতে ১৮টি কেন্দ্রে ১২ হাজার ৬৬০ জন, আলিমে ৮টি কেন্দ্রে ২ হাজার ৫৩৪ জন ও ভোকেশনাল (কারিগরি) বিভাগে ৮টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৭৬৭ জন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে দুই উপজেলা মিলে একটি করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, ইউএনও ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকরা। আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, এইচএসসিতে কক্সবাজার সরকারী কলেজে ১ হাজার ৮৮৫ জন, সরকারী মহিলা কলেজে ১ হাজার ১৩৭ জন, কক্সবাজার সিটি কলেজে ১ হাজার ১৮ জন, ঈদগাঁও রশিদ আহমেদ কলেজে ১ হাজার ৭৮ জন, কুতুবদিয়া কলেজে ৭৭৩ জন, মহেশখালী কলেজে ৪০০ জন, বঙ্গবন্ধু মহিলা কলেজে (মহেশখালী) ৭৬৮ জন, উখিয়া কলেজে ৪৪২ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজে (উখিয়া) ৬০১ জন, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৮৫ জন, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ২৫৯ জন, শহীদ জিয়াউর রহমান কলেজে (পেকুয়া) ৫০৫ জন, ডুলাহাজরা উচ্চ বিদ্যালয়ে ৮৮৬ জন, চকরিয়া কলেজে ৫৩৯ জন, চকরিয়া আবাসিক মহিলা কলেজে ৫৭৫ জন, চকরিয়া সিটি কলেজে ৩৯৯ জন, বদরখালী কলোনী জেশন হাই স্কুলে ৩২৩ ও রামু কলেজে ৪৫৭ জন পরীক্ষার্থী রয়েছে।

আলিম পরীক্ষায় ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় ৩১০ জন, আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ২৪১ জন, চকরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ৬৯৯ জন, মহেশখালী পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২৪৪ জন, টেকনাফ রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ২০১ জন, পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ২৮৫ জন, কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১০৫ জন ও উখিয়া রাজাপালং ফাজিল মাদ্রাসায় ৪৪৯ জন পরীক্ষার্থী রয়েছে।

কারিগরীতে কক্সবাজার সিটি কলেজে ৫৩৬ জন, কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৫০ জন, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিসনেজ ম্যানেজম্যান্ট কলেজে (মহেশখালী) ১৮৯ জন, রামু সরকারী কলেজে ৩৩৮ জন, উখিয়া ডিগ্রি কলেজে ১০৫ জন, উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে ১৮৩ জন, কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজে ১৬৪ জন ও ও শহীদ জিয়া বিজনেস ম্যানেজম্যান্ট ইনষ্টিটিউট (পেকুয়া) ২০২ জন পরীক্ষার্থী রয়েছে।

আন্ত ঃ শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য মতে, এবার এইচএসসি-সমমান পরীক্ষার জন্য ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। সেই হিসেবে এ বছর এইচএসসিতে ঝরে পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৩১০ জন। এবার ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

এদিকে পরীক্ষা সুষ্ঠু পরিবেশে আয়োজনের লক্ষ্যে ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরো সংবাদ