কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিবন্ধী দিবস পালন - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১২-০৩ ১২:৫৫:৪৮

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিবন্ধী দিবস পালন

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিবন্ধী দিবস পালন

নিজস্ব  প্রতিবেদক  :  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে সার্কিট হাউস রোডে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অরুণোদয় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অরুণোদয়ের পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, প্রতিবন্ধীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যেসব কর্মসূচি গ্রহণ করেছেন সেগুলো সফলভাবে বাস্তবায়ন করতে হবে। যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা করলে প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ ও কক্সবাজার সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ, কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, বিয়াম ল্যাবরেটরির অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন আরাফাতসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে কক্সবাজার সমাজ সেবার কার্যালয়ের উদ্যাগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুদমুক্ত ৩০ হাজার করে ৬ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ, হুইল চেয়ার, সেলাই মেশিন ও সাদা ছড়ি বিতরণ করা হয়। পরে প্রতিবন্ধীদের নিজ হাতে বানানো বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।

আরো সংবাদ