কক্সবাজারে রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কেটে প্লট তৈরি - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৫-০৯ ০৯:৩০:০১

কক্সবাজারে রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কেটে প্লট তৈরি

বিশেষ  প্রতিবেদক :  কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বিশাল সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করছে ভূমিদস্যূরা। গত দুই মাস ধরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে সরকারি পাহাড়গুলো কেটে প্রকাশ্যে সাবাড় করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে রোববার (৮মে) বিকেলে অভিযানে যান কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান। অভিযানে তিনি বিশাল সরকারি পাহাড় কাটার সত্যতা পান। এসময় পাহাড় কেটে তৈরি করা প্লটে কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়।
খোঁজ নিয়ে জানাগেছে, কক্সবাজারের কলাতলী ৫১ একরের পিছনে জয়নাল সওদাগরের ঘোনা হিসেবে পরিচিত সরকারি পাহাড়গুলো কাটা হচ্ছে প্রকাশ্যে। প্রায় ৫ একরের একটি পাহাড় রোহিঙ্গা শ্রমিক দিয়ে দিনরাত কাটচ্ছে ভূমিদস্যূরা। এসব সরকারি পাহাড়গুলো দীর্ঘদিন ধরে দখলে রাখেন জয়নাল সওদাগর নামে এক ব্যক্তি। কয়েকমাস আগে এসব পাহাড়ের একটি বিশাল পাহাড় ক্রয় করেন সোলতান মাহামুদ বাবুল সিন্ডিকেটরা। পাহাড় ক্রয় করার পর সেখানে পাহাড় কাটার ধুম পড়ে।
ইতোমধ্যে পাহাড়ে একটি অংশ কেটে প্লট তৈরি করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, সোলতান মাহামুদ বাবুলের নেতৃত্বে গত দুই মাস ধরে সরকারি পাহাড়টি কর্তন চলছে। প্রতিদিন ১৫ থেকে ১৬ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড়টি কর্তন করা হচ্ছে। পাহাড় কেটে এখন ঘর তৈরি করা হয়েছে। একদিকে পাহাড় কর্তন অন্যদিকে চলছে প্লটে ঘর তৈরি। অভিযোগের বিষয়ে সোলতান মাহামুদ বাবুল বলেন, জয়নাল সওদাগরের কাছ থেকে আমি অল্প করে জায়গা কিনেছি। আমার মতো আরও কয়েকজনে কিনেছে। তবে সেখানে পাহাড় কাটা হচ্ছে না। লেবু গাছ রোপনের জন্য সংস্কার করা হচ্ছে। এক পর্যায়ে তিনি সংবাদ না করার জন্য অনুরোধ করেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ বলেন, কলাতলী ৫১ একরের পিছনে সরকারি পাহাড় কাটার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন, রবিবার বিকেলে অভিযানে গিয়ে বিশাল সরকারি পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এসময় পাহাড় কেটে তৈরি করা প্লটে নির্মিত কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি পাহাড় কর্তনে জড়িত কয়েকজনের নামও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কক্সবাজার শহরের লারপাড়া ইসলামাবাদ এলাকায় পাহাড়ের বুক চিড়ে নির্মাণ হচ্ছে অবৈধ বহুতল ভবন। এই ভবনের মালিক টেকনাফের আনোয়ার হোসেন। পাহাড় কেটে ভবন নির্মাণের কাজ চালিয়ে গেলেও নেই কোনো জমির কাগজ ও ভবন নির্মাণের অনুমতি। কিন্তু কোনো অনুমোদন না থাকার পরও দিনরাত শত শত শ্রমিক দিয়ে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন। কাজও অনেকটা শেষ পর্যায়ে। কিন্তু রহস্যজনক কারণে সংশ্লিষ্ট সব দপ্তর নিশ্চুপ রয়েছে।
স্থানীয়দের মতে, দিনদুপুরে এমন পাহাড় কাটার নেতৃত্ব দিচ্ছেন টেকনাফের ইয়াবা ব্যবসায়ী পাহাড় খেকো আনোয়ার নামের এক ব্যক্তি। তিনি দিনদুপুরে শ্রমিক দিয়ে সরকারি পাহাড় কেটে ২০ শতকেরও বেশি জমি দখলে নিয়েছেন। জনসম্মুখে পাহাড় কাটার ধুম চালালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়নি বলেও জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, সাংবাদিকরা লিখতে লিখতে ক্লান্ত হলে প্রশাসন আসে। তখন তাদের চাহিদা তারা পূরণ করে চলে যায়। এলাকায় শুধু আনোয়ার নয়, অনেকেই পাহাড় কাটছে। লাগামহীন পাহাড় কাটার কারণে বর্ষাকালে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কিন্তু তাতে প্রশাসনের কোনো নজর নেই। পাহাড় ধসে মানুষ মরলে তারপর প্রশাসন তোড়জোড় শুরু করে।
স্থানীয় আরেক বাসিন্দা সাহাব উদ্দিন জানান, এ এলাকা এখন ইয়াবা স¤্রাটদের আস্তানায় পরিণত হয়েছে। টেকনাফসহ জেলার বড় বড় ইয়াবা কারবারিরা এই এলাকায় পাহাড় কেটে প্রতিনিয়ত ভবন নির্মাণ অব্যাহত রেখেছে।
কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, পাহাড় কাটা মানে পরিবেশ ধ্বংস করা। পাহাড় কেটে ভবন নির্মাণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত চলছে। কিন্তু জনবল সংকটে হয়তো পুরোপুরি রোধ করা যাচ্ছে না। তবে যারা পাহাড় কাটার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সমাজপতি সাজিম চৌধুরী জানান, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মচারিরা কলাতলীস্থ ৫১ একর নামের বিশাল বনবিভাগের পাহাড় কেটে আবাসন তৈরী করেছেন। এতে উচ্চ আদালতের নিদের্শনা থাকলেও তা অমান্য করে আবাসন তৈরি করেছেন। রহস্যজনক কারনে সংশ্লিষ্ট প্রশাসন আদালতের নিদেশর্না বাস্তবায়ন করেননি।
এ পাহাড় ধ্বংসের কারনে হাজার হাজার সরকারি গাছপালা ও জীব বৈচিত্র্য পরিবেশ থেকে হারিয়ে গেছে। অথচ সরকারি কর্মচারি আবাসন প্রকল্প নাম দিয়ে বীরদর্পে বহুতল ভবন নির্মাণ করে তারা বসবাস করে আসছেন। মামলাও উচ্চ আদালতে বিচারধীন রয়েছে। এ ঘটনার বিষয় জানতে বিগত ২০১৪ সালে ৩ সংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য কলাতলী ৫১ একর পাহাড়ে গেলে জেলা প্রশাসনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের উপর মারাতœকভাবে হামলা চালায়।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে এখনও অসুস্থ সাংবাদিক জসিম সিদ্দিকী। শুধু তাই নয়, কলাতলী ৫১ একর পাহাড়ের পাশে আরও কয়েকটি পাহাড় রয়েছে। ওই পাহাড়গুলো প্রশাসনের ৪র্থ শ্রেণীর কর্মচারিরা র্টাগেট করেছে। তাদের বেকআপ হিসেবে উপরের মহলও রয়েছে। ইতোমধ্যে অর্ধশতাধিক রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড়গুলোও সমানতালে কাটা হচ্ছে। তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। ধ্বংস করা হচ্ছে গাছপালা ও জীববৈচিত্র্য।
এভাবে কর্মচারি নামধারি কিছু ভূমিদস্যূ কর্মচারি সরকারি আবাসন প্রকল্প নাম ব্যবহার করে পাহাড় কেটে জমি দখল করছেন। যে দেখার কেউ নেই! এ বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকই সমালোচনা করেছেন। একাধিক জনে লিখেছেন সরকারি কাজ ফাঁকি দিয়ে পাহাড় কেটে জমির ব্যবসা করছেন কর্মচারিরা। এ ব্যাপারে জেলা প্রশাসনকে আরও নজরধারি বাড়ানোর দাবী জানান।

আরো সংবাদ