আজ থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামী'র ইজতেমা - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০৩-০৩ ১৮:২৪:৩৫

আজ থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামী’র ইজতেমা

হেলাল আহমদ রিজভী: বহু প্রতীক্ষিত আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর ৩দিনের সুন্নাতে ভরা ইজতিমা ময়দান পুরোপুরি প্রস্তুত। ঢাকার হজ্জ ক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন ময়দানে আজ থেকে শুরু হচ্ছে এই বিশাল দ্বীনি দাওয়াতের কার্যক্রম, চলবে ৬ মার্চ পর্যন্ত। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমান যোগ দিচ্ছেন এই ইজতিমায়।
তিন দিনের সুন্নাতে ভরা এ ইজতিমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। সোমবার সিভিল এভিয়েশনের ইজতিমা ময়দানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ইতোমধ্যে সিভিল এভিয়েশনের ময়দানজুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল। পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতিমা ময়দানের প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও একাধিক ওয়াচ টাওয়ার। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামী এক হাজার নিজস্ব নিরাপত্তাকর্মী। এছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে। পিডিবির সহায়তায় দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ মুহাম্মদ কামাল আত্তারী, নাইমুল হায়দার কাদেরী, মাহমুদ কাদেরী, সরফরাজ আশরাফী, বাহাদুর আত্তারী, ইমতিয়াজ কাদেরী প্রমুখ। মুফতি জহিরুল ইসলাম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুন্নি ও সুফী মতবাদে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো এদেশে ষষ্ঠবারের মতো আমরা রাজধানীর সিভিল এভিয়েশনের ময়দানে তিন দিনের এই ইজতেমা করতে যাচ্ছি। তিনি বলেন, ইজতিমায় কোরআন, সুন্নাহ, ইজমা-কেয়াসের ভিত্তিতে ইমান-আক্বিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ পড়তে হবে, ইসলামের ফরজ, সুন্নাত, নফল এবাদত কীভাবে করতে হয় দালিলিক প্রমাণ দ্বারা হাতে-কলমে মুসল্লিদের শিখিয়ে দেয়া হয়। ইসলাম শান্তির ধর্ম, শান্তির পথে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, জেহাদের নামে জঙ্গিবাদের যে স্থান নেই এ বিষয়টি জনসাধারণকে সচেতন করে তুলতে কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা হবে। দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম আলোচনায় অংশ নেবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। বাংলাদেশ ছাড়াও বিদেশ থেকে ইজতেমায় লাখ লাখ আশেকে রাসুলের ঢল নামবে বলেও জানান মুফতি জহির। দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ মুহাম্মদ কামাল আত্তারী বলেন, শুধু বাংলাদেশে নয়- ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ইজতিমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতিমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় বের হয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবে এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবেন।

আরো সংবাদ