দ্বিতীয় দফায় ১৫০০ রোহিঙ্গা যাচ্ছেন ভাসানচরে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-১২-২৮ ১৪:৩৫:৫৬

দ্বিতীয় দফায় ১৫০০ রোহিঙ্গা যাচ্ছেন ভাসানচরে

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া থেকে ২য় দফায় ১৫০০ রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন। আজ সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ১৩টি, বিকালে ১০টি ও সন্ধ্যায় আরও ৭টি বাস ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাতে তারা চট্টগ্রামে বোট ক্লাবে অবস্থান করবে বলে জানাগেছে। সেখান থেকে কাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সরকারি ব্যবস্থাপনায় তাদের জলপথে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। রোহিঙ্গাদের বহনকারি বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন স্থরের আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে। তবে বাসগুলোতে কতজন রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হচ্ছে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে আজ সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, দ্বিতীয় দফায় ৭০০ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা থাকলেও, প্রায় ১৫০০ জনের বেশি রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে স্বেচ্ছায় কক্সবাজার থেকে চট্টগ্রামে রওনা হয়েছে। তাদেরকে ২৯ ডিসেম্বর সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
বিভিন্ন সূত্র জানা গেছে, ২য় দফা প্রায় ৭ হাজারের অধিক রোহিঙ্গা ভাসানচরে যেতে সম্মতি জানিয়েছেন। যারা বিভিন্ন ক্যাম্প থেকে বাস যোগে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেছে। এসব রোহিঙ্গা পর্যায়ক্রমে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। আগামি কয়েক দিন এ প্রক্রিয়া চলমান থাকবে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, নিজ ইচ্ছায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে উদ্যোগী হয়েছে। এ কারণে সকাল থেকে উখিয়ার ক্যাম্পগুলোতে শুরু হয় ভাসানচরে যাওয়ার তোড়জোড়। রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প থেকে বাসে করে নিয়ে এসে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিবন্ধনের কার্যক্রম চলছে। সেখান থেকে তারা বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
এর আগে (৪ ডিসেম্বর) শুক্রবার দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা হাসি মুখে পৌঁছেছিল। আগের দিন ভাসানচরে যেতে আগ্রহী এসব রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে গত বৃহস্পতিবার গাড়িতে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল। এবারও সেভাবে নিয়ে যাওয়া হচ্ছে তাদের।
এ বিষয়ে জানতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গাদের নিয়ে ২য় দফায় ১৩টি বাস ভাসানচরে যাত্রা করেছে। দুপুর ১ টা পর্যন্ত এসব বাসে প্রায় ৬শ’রোহিঙ্গা বাসে উঠেছেন। এরপর বিকাল ৩টায় আরও ১০টি বাসে রোহিঙ্গারা রওনা হন। বিকাল ও সন্ধ্যা পর্যন্ত বাসে চেপেছেন ১৫০০ জন রোহিঙ্গা।
সোমবার সকাল ৮ টার দিকে ক্যাম্পে বাস আসে। সিআইসি কার্যালয়ে প্রক্রিয়া শেষে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে রোহিঙ্গাদের গাড়িতে তোলা হয়। এসময় তাদের স্বজনরা আশেপাশে ভিড় করে। এর আগে তাদের মধ্যে অনেকের স্বজন প্রথম দফায় ভাসানচরে পৌঁছেছিল। পরে বাসে করে উখিয়া ট্রানজিট পয়েন্ট ও কলেজের অস্থায়ী ট্রানজিট ঘাটে প্রক্রিয়া শেষ করে তারা ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। এই ক্যাম্প থেকে ১০০ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এর প্রতিনিধি এবং টেকনাফ শামলাপুর রোহিঙ্গা শিবিরের কর্মকর্তা (সিআইসি) নওশের ইবনে হালিম বলেন, তার শিবির থেকে স্বেচ্ছায় ১০০ রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেছে। সকালে তারা ক্যাম্প থেকে উখিয়ায় রওনা দিয়েছেন। এর আগে এ শিবির থেকে ২১ পরিবার ভাসানচরে পৌঁছেছিল।
পরিবারসহ ভাসানচরের উদ্দেশ্যে যাত্রাকালে টেকনাফ শালাপুরের জাহেদ হোসাইন বলেন, কেউ আমাদের জোর করেনি। নিজেদের ইচ্ছায় আমরা পুরো পরিবার ভাসানচরে চলে যাচ্ছি। তাছাড়া ভাসানচরে যারা আছে তারা অনেক ভালো আছেন বলে ফোনে জানিয়েছেন। তাই আমরা উন্নত জীবনের আশায় সেখানে যাত্রা দিচ্ছি।
টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবিরের হেড মাঝি আবুল কালাম জানান, তার শিবির থেকে ২৫ পরিবারের ১০০ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে উদ্দেশ্যে উখিয়া রওনা দিয়েছে। মঙ্গলবার সকালে তাদের ভাসানচরে পৌঁছার কথা রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। সেখানে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগে আশ্রয় নেয়াসহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের রোহিঙ্গা শিবির গুলোতে আশ্রয় নিয়েছেন।

আরো সংবাদ