ফিরলো মায়ানমারের ৩৩০ নাগরিক, ৭ বছরেও ফিরতে পারল না রোহিঙ্গারা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০২-১৫ ১২:১০:৪৯

ফিরলো মায়ানমারের ৩৩০ নাগরিক, ৭ বছরেও ফিরতে পারল না রোহিঙ্গারা

ফিরলো মায়ানমারের ৩৩০ নাগরিক, ৭ বছরেও ফিরতে পারল না রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক :  মায়ানমারের আভ্যন্তরীণ সঙ্ঘাতে বাংলাদেশে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছে। অথচ সাত বছর ধরে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গারা এখনও নিজ দেশে কেন ফিরতে পারেনি? প্রশ্ন করেছে আশ্রিত রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মায়ানমার থেকে বিজিপির পাঁচজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে পৌঁছান। কঠোর নিরাপত্তার মাধ্যমে তাদের উখিয়া ইনানীর ঘাটে আনা হয়। এর আগে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে সাড়ে ৭টার দিকে বিজিপি সদস্যসহ ৩৩০ জন মায়ানমারের নাগরিকদের ঘাটে আনা হয়।

তাদের আনার সময় কুতুপালং আশ্রয় শিবিরের রোহিঙ্গারা বলাবলি করছিল, মাত্র ১০ দিনের মধ্যে বাংলাদেশে আশ্রিত মায়ানমারের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অথচ তারা ৭ বছর ধরে এখানে অবস্থান করছে, তাদের কেনো ফিরিয়ে নেওয়া হচ্ছে না, সে বিষয়ে তারা জানতে চেয়েছে।

গত ৬ ফেব্রæয়ারি মায়ানমারের ওপারে ভারী শব্দ বিস্তৃত হয় কক্সবাজারের উখিয়ার থাইংখালী সীমানা পর্যন্ত। এরপর গোলাগুলি থামতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকাতেই এপারে পালিয়ে আসতে দেখা যায় ওপারের সীমান্তরক্ষীদের।

১৩ ফেব্রæয়ারি সকালে তুমব্রæ সীমান্ত দিয়ে ১৪ জন বিজিপি সদস্য এপারে পালিয়ে আসে। সেদিন দুপুরে ৬৯ জন, এরপর দিন রহমতেরবিল সীমান্ত দিয়ে ১১৪ জন, পরদিন থাইংখালী হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করে আরও ৬৮ জন। সব মিলিয়ে ৩৩০ জন এপারে আশ্রয় নেয়।

আরো সংবাদ