বিলকিস মার্কেটে ‘অপ্পো মোবাইল’ বর্জনের সিদ্ধান্ত - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১১-২৫ ১৬:২০:০৫

বিলকিস মার্কেটে ‘অপ্পো মোবাইল’ বর্জনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: pic bilkis marketঅপ্পো ব্র্যান্ডের মোবাইল বেচা-বিক্রি বন্ধে সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার শহরের বিলকিস শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী দোকান মালিক সমিতি। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উক্ত দোকান মালিক সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভায় অপ্পো মোবাইল কোম্পানীর ডিলার কর্তৃক বিলকিস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করায় এমন সিদ্বান্ত নিতে বাধ্য হয়েছেন সমিতির নেতৃবৃন্দ। ওই প্রতিবাদ সভায় মালিক সমিতির নেতৃবৃন্দরা জানায়, দীর্ঘ দিন ধরে সু-নামের সাথে সম্বনয় করে এই মার্কেটের ব্যবসায়ীরা ব্যবসা-বানিজ্য করে আসছে। কিন্তু হঠাৎ কেনই বা মালিক সমিতির নেতাকর্মীদের নিয়ে মান হানিকর এভাবে মনগড়া অভিযোগ দায়ের করেছে অপ্পো মোবাইল কোম্পানীর ডিলার দেলোয়ার।
সমিতির নেতৃবৃন্দরা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ধরণের অভিযোগ দিয়ে ব্যবসায়ীক ভাবে ফায়দা হাসিলে চেষ্টা করা হচ্ছে। সদর থানায় দায়ের করা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভিত্তিহিন অভিযোগ ২৪ ঘন্টায় মধ্যে প্রত্যাহার না করে তাহলে বিলকিস মার্কেটে সেবা টেলিকমের ডিষ্টিভিশনকৃত অপ্পো মোবাইলসহ সকল ধরণের কোম্পানীর মোবাইল বেচা-বিক্রি বন্ধ করে দেওয়া হবে। এ ধরণের হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক অভিযোগের বিষয়ে বিলকিস শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী দোকান মালিক সমিতি নেতৃবৃন্দরা অপ্পো মোবাইল ফোন কোম্পানির ম্যানেজমেন্টের হস্তক্ষেপ কামনা করেছে।
সমিতির সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোবারক হোসেন, সাইদুল ইসলাম, যুগ্ন সম্পাদক হারুর উর রশিদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো: ফরিয়াদ, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিউল্লাহ শফি, মনজুর আলম, মামুনুর রশিদ, এম আবদুল কায়ুম, মোকতার আহমদ, নওশা মিয়া। কার্যকরী সদস্যদের মধ্যে মহিবুল্লাহ রাসেল, মিন্টু দাশ, কামাল উদ্দিন, নুরুল হুদা, দিদারুল আলম, নাছির উদ্দিন, মঈন উদ্দিন নিহাল, মোরশেদ হাসান, জসিম উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ