মহেশখালীতে ভুয়া র‌্যাব সদস্য আটক - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২০-০১-২০ ১০:৪২:৪০

মহেশখালীতে ভুয়া র‌্যাব সদস্য আটক

কাইছার হামিদ: কক্সবাজার মহেশখালীতে ভুয়া র‌্যাব সদস্য আটক করেছে পুলিশ। ১৯ জানুয়ারি উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম এরশাদ। সে বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল গ্রামের বাসিন্দা। জানাগেছে, আটককৃত যুবক র‌্যাব পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপকর্ম করে আসছে। অবশেষে পানিরছড়া বাজারের একটি কম্পিউটারের দোকানে এসে আইডি কার্ড বানাতে গিয়ে সে ধরা পড়ে।

[the_ad id=”36442″]

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ বলেন, ১৯ জানুয়ারি ভোরে পানিরছড়া বাজারের একটি কম্পিউটারের দোকানে আইডি কার্ড বানাতে গিয়ে অসংলগ্ন কথা বলায় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট গিয়ে তাকে আটক করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, অপরাধী যে হোক না কেন তাকে একবিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। আটককৃত বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ