শহরে ঈদকে সামনে রেখে ইভটিজিং চক্র সক্রিয় - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২২-০৪-২৯ ২১:৫৩:৫৯

শহরে ঈদকে সামনে রেখে ইভটিজিং চক্র সক্রিয়

শহর প্রতিনিধি কক্সবাজার : ঈদকে সামনে রেখে কক্সবাজার শহরে সক্রিয় হয়ে উঠেছে শহরের ইভটিজিং চক্র। ইভটিজিং এর ছিনতাই কাজেও সমান পারদর্শী তারা। এই চক্রের নেতৃত্বে রয়েছে কক্সবাজার শহরের উত্তর বাহারছড়ার কাজল, রিসাত, করিম। রাজনৈতিক ছত্রছায়ায় গত কয়েকদিন ধরে শহরে ইভটিজিং এবং ছিনতাই কাজ চালিয়ে যাচ্ছে এই চক্রের সদস্যরা।

এই চক্রের দুই সদস্যকে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৮ টার দিকে ধরে ফেলে সাধারণ জনতা। শহরের লালদিঘির পূর্ব পাড়ের নক্ষত্র নামক দোকানে এক মহিলার গায়ে হাত দেয়ার পরই তাদের ধরে ফেলে জনতা। এর কিছুক্ষণ পর কাজলের নেতৃত্বে রিসাত, করিমসহ একদল ইভটিজার এসে রীতিমতো ফিল্মি স্টাইলে জনতার হাত থেকে ইভটিজারদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুরো লালদিঘির পাড় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে ভয়ে তাদের দোকান বন্ধ করে ফেলে।
জানা যায়, গতকাল রাতে ঈদের বাজার করতে এক ভদ্রমহিলা নক্ষত্র নামক দোকানে প্রবেশ করে। এর কিছুক্ষণের মধ্যে ওই দোকানে প্রবেশ করে তিনজন ইভটিজার। তারা দোকান প্রবেশ করেই মহিলার শরীর স্পর্শ করার চেষ্টা করে। ওই সময় মহিলাটি প্রতিবাদ করলে ইভটিজারদের একজন জোর গলায় বলে, আপনার গায়ে হাত দিয়েছি তো কি হয়েছে। পরে মহিলাটি প্রতিবাদের ভাষা কঠিন করে ফেললে, স্থানীয়রা দুই যুবককে ধরে এস. আলম মাঠ নামক এলাকায় নিয়ে যায়। ওই সময় কৌশলে এক ইভটিজার পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর দুই ইভটিজারকে পুলিশে দেয়ার জন্য এক জায়গায় বসিয়ে রাখে জনতা। মুহূর্তের মধ্যেই বাহারছড়ার জনৈক কাজলের নেতৃত্বে এক দল সন্ত্রাসী এস আলম মাঠে উপস্থিত হয়। ওই সময় ইভটিজারদের পক্ষবলম্বন করে উল্টো কয়েকজন স্থানীয় বাসিন্দাকে মারধর করতে থাকে তারা। পরে কাজলের ফোন পেয়ে আরো প্রায় ৩০ থেকে ৪০ জন বখাটে যুবক মাঠে এসে জড়ো হয়ে ইভটিজার ধৃতদের অশস্নীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে জনতার হাত থেকে দুই ইভটিজারকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় উপস্থিত জনতা বাঁধা দিলেই উল্টো তাদের কয়েকজনকে বেদম প্রহার করে কাজলের নেতৃত্বে সন্ত্রাসীরা।

বিষয়টি থানায় অবগত করা হলে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন এজাহার দায়ের করার পরামর্শ দেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনীর উল গীয়াস জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ