সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘দ্য আনওয়ান্টেড টুইন’ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০১৯-০৯-২৯ ২০:৩৮:৩৩

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘দ্য আনওয়ান্টেড টুইন’

বিনোদন ডেস্ক: সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘দ্য আনওয়ান্টেড টুইন’। নানজীবা খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সিনেমা ও নাটকের একঝাঁক তারকা।

তথ্যচিত্রে অভিনয় করেছেন- দিলারা জামান, আফসানা মিমি, দীপা খন্দকার, বন্যা মির্জা, হোমায়রা হিমু, চিত্রনায়িকা ববি, কাজী নওশাবা, তানহা তাসনিয়া, ওয়াহিদা মল্লিক জলি, ড. এনামুল হক, শামস সুমন, সোহেল খান, শান্তা রহমান, অ্যানি খান, শিরিন আলম, রাজু আলীম, সাইফ সাইফুলসহ আরও অনেকে।

নির্মাতা নানজীবা বলেন, ‘তারকা শিল্পীদের নিয়ে নয়, আমি অভিনয় শিল্পীদের নিয়ে কাজটি করেছি। এটি পরিচয়হীন যমজ দুটি শিশু ও তাদের বয়ঃসন্ধিকালের সচেতনতা নিয়ে গল্প। এর শেষটা তথাকথিত ছবির মতো না। বরং পর্দায় বাস্তবতাকে ফুটিকে তোলার চেষ্টা করেছি।’

নির্মাতা আরও জানান, তথ্যচিত্রটির শেষে বিষয়টি নিয়ে আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী দিপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, নেপাল, ভূটান, শ্রীলঙ্কাসহ মোট ১১টি দেশের নাগরিকদের মতামত দেখানো হবে।

প্রামাণ্যচিত্রটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ব্যানারে। প্রযোজনা করেছেন ফয়সাল আনোয়ার। কন্টেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে আছে ‘ইউনিসেফ বাংলাদেশ’। শিগগিরই ‘দ্য আনওয়ান্টেড টুইন’ তথ্যচিত্রটি প্রেক্ষাগৃহে ও টেলিভিশনের পর্দায় মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

আরো সংবাদ