সত্যপ্রিয় মহাথের পেটিকাবদ্ধ অনুষ্ঠান ৯ অক্টোবর - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০১৯-১০-০৫ ০৭:০০:১৩

সত্যপ্রিয় মহাথের পেটিকাবদ্ধ অনুষ্ঠান ৯ অক্টোবর

জসিম সিদ্দিকী, কক্সবাজার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত ও বৌদ্ধদের ৩য় সর্বোচ্চ ধর্মীয় গুরু, বৌদ্ধ ধর্মীয় বহুগ্রন্থের প্রণেতা ও অনুবাদক, বিনয়াচার্য, আন্তর্জাতিক খ্যাতিমান সংঘপুরোধা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, উপসংঘরাজ, এবং রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের পূজনীয় অধ্যক্ষ,পরম পূজনীয় গুরুদেবের পবিত্র শবদেহ ৪ অক্টোবর বিকাল প্রায় ৩টায় ঢাকা থেকে রামুতে পৌঁছেন।[the_ad_placement id=”new”]

 

এরপর জাতি, ধর্ম নির্বিশেষে অগণিত মানুষের উপস্থিতিতে খালি পায়ে পদযাত্রা সহকারে গুরুদেবের শবদেহ তাঁর সুদীর্ঘ ভিক্ষু জীবনের চিরচেনা সাধনপীঠ কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আনা হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে শবদেহ সংরক্ষণের প্রয়োজনে ইনজেকশন দেয়া থেকে শুরু করে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে গুরুদেবের শবদেহ বিহারে রাখা হয়েছে। আগামী ৯ অক্টোবর গুরুদেবের পবিত্র শবদেহ পেটিকাবদ্ধ করা হবে। এই উপলক্ষে সেদিন অষ্ট পরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য তিনি ৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের সময় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত অবস্থায় মহাপ্রয়াণ করেন।

আরো সংবাদ