অর্ধশত জলদস্যু ও অস্ত্রের কারিগর নভেম্বরে সারেন্ডার করছে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-২০ ২০:২৭:২৬

অর্ধশত জলদস্যু ও অস্ত্রের কারিগর নভেম্বরে সারেন্ডার করছে

……..ফাইল ছবি……

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় অর্ধশত অস্ত্র তৈরীর কারিগর ও কুখ্যাত সশস্ত্র জলদস্যু আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। দেশের বেসরকারি একটি টেলিভিশন কর্তৃপক্ষের মধ্যস্থতায় তারা আত্মসমর্পণ করতে রাজী হয়েছে। বিশ্বস্ত একটি সুত্র  এ তথ্য নিশ্চিত করেছে।[the_ad_placement id=”after-image”]

সুত্র মতে, উল্লেখিত ৪ টি উপজেলার গভীর বনাঞ্চলে তাদের আস্তানা হতে এসব দাগী অস্ত্রের কারিগর ও সশস্ত্র জলদস্যুদের ইতিমধ্যে একটি প্রাইভেট টিভি চ্যানেলের মধ্যস্থতায় নির্দিষ্ট একটি জায়গায় এনে জড়ো করে রাখা হয়েছে। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ আত্মসমর্পণ অনুষ্ঠান করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রাম প্রাপ্তি সাপেক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানের তারিখ ও দিনক্ষণ ঠিক করা হবে। কক্সবাজার জেলা আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে এ আত্মসমর্পণ অনুষ্ঠান হবে বলে সুত্রটি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ