আজকাল ক'জনেই আমরা বাংলা বলি-রাব্বি আহম্মদ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১০-১২ ২১:২৩:১৭

আজকাল ক’জনেই আমরা বাংলা বলি-রাব্বি আহম্মদ

আজকাল ক’জনেই আমরা বাংলা বলি! কথায় কথায় ইংরেজি শব্দ কে না ব্যাবহার করি? আজকাল ক’জনেই আমরা বাংলা লিখি! লিখতে লিখতে বাংলা ভুলে কে না ইংরেজি লিখি! আজকাল ক’জনেই আমরা তাকে ভদ্র বলি? বললে কি আর বাংলা বলা লোকের মুখে শব্দ শুনে হাসি! আজকাল ক’জনেই আমরা একাডেমির বাংলা বানান জানি? বিদেশি ভাষার এতো কদর হলে বায়ান্নোতে কেনো বাংলার পথ রক্তাক্ত করি? আজকাল ক’জনেই আমরা বাংলা ভাষাকে ভালোবাসি? ভালোবাসতাম যদি তবে কেনো বিদেশি ভাষাতে কথা বলি? আজকাল ক’জনেই আমরা বাংলায় কথা বলি? বললেই কি আর বাবাকে Daddy আর মাকে Mummy বলি! আজকাল ক’জনেই আমরা বাংলায় যোগাযোগ করি? করলে কি আর মোবাইল/কম্পিউটারে বাংলিশ লিখি! আজকাল ক’জনেই আমরা বাংলার পন্য খুঁজি? খু্ঁজলে কি আর বাংলায় থাকতে অবাঙালির পণ্য কিনি? আজকাল ক’জনেই আমরা বাংলাতে নাম দিই? দিলে কি আর খাবার/পণ্য, পোশাক, ইলেক্ট্রনিক, ইলেক্ট্রিক ইত্যাদির নাম আর নিজ নামে বিন লাগিয়ে ভিন্ন ভাষায় পরিচয় দিই!

 

[the_ad id=”36442″]আজকাল ক’জনেই আমরা বাংলা সন মনে রাখি? মনে রাখলে কি আর ব্যবহার না করে অবাংলায় দিন গুণি! আজকাল ক’জনেই আমরা বাংলা পছন্দ করি? করলে কি আর ছেলেমেয়েদের ভিন্ন ভাষার টিভি চ্যানেলর কার্টুন দিই? আজকাল ক’জনেই আমরা বাংলায় ভাব প্রকাশ করি? করলে কি আর ভিন্ন ভাষায় কথা বলতে ছেলেমেয়েদের উৎসাহ দিই? আজকাল ক’জনেই আমরা নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি? করলে কি আর সোনার বাংলার সোনার সন্তানদের বিদেশে রপ্তানি করে বিদেশি আমদানি করি? আজকাল ক’জনেই আমরা বাংলা কবিতা, গান, উপন্যাস, নাটক ও সাহিত্য-সংস্কৃতি ভালোবাসি? ভালোবাসলে কেনো বিদেশি সাহিত্য-সংস্কৃতির এত দরাদরি? আজকাল ক’জনেই আমরা বাংলাদেশকে ভালোবাসি? ভালোবাসলে কি দেশের টাকা বিদেশে পাচার করি!

আরো সংবাদ