আলীকদম থেকে বিরল প্রজাতির বন্য ছাগল উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০১-২৫ ১৮:১৭:৫৯

আলীকদম থেকে বিরল প্রজাতির বন্য ছাগল উদ্ধার

আলীকদম প্রতিনিধি:  বান্দরবানের আলীকদম উপজেলায় বিরল প্রজাতির এক বন্য ছাগল উদ্ধার করা হয়েছে। সংরক্ষিত মাতামুহুরী বনাঞ্চলের দুর্গম ইয়ংনং মুরুং পাড়া থেকে বৃহস্পতিবার ছাগলটি উদ্ধার করে বনকর্মীরা। পরে সেটি ডুলাহাজরার বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়।  উদ্ধারকৃত ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)’- ঘোষিত বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকাভুক্ত।  ছাগলটিকে একটি কুকুরের সঙ্গে খেলতে দেখে স্থানীয়রা ধরে লালন-পালন করছিল- বিষয়টি জানতে পেরে লামার বনকর্মীরা সেটি উদ্ধার করে। বন কর্মকর্তা এস এম কায়সার বলেন, এটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। এই প্রজাতির ছাগলের অস্তিত্ব হুমকির মুখে।[the_ad id=”36489″]

আরো সংবাদ