কক্সবাজারে করোনায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১২০৫ জন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৭-০৪ ০৭:১৮:৩৮

কক্সবাজারে করোনায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১২০৫ জন

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারে নতুন করে আরও ৫০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ রোহিঙ্গাসহ ২ হাজার ৭৬৭ জনে। তারমধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ১ হাজার ২০৫ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা রয়েছে। ৪ জুলাই দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৫২ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৬৭ জনে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৩০৬ জন, রামু উপজেলার ২৩০ জন, উখিয়া উপজেলার ৩০২ জন, টেকনাফ উপজেলার ২৩৮ জন, চকরিয়া উপজেলার ৩৪০ জন, পেকুয়া উপজেলার ১০৫ জন, মহেশখালী উপজেলার ১৩১ জন ও কুতুবদিয়া উপজেলার ৬১ জন বাসিন্দা রয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৫২ জন রোহিঙ্গা রয়েছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ২০ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

আরো সংবাদ