কক্সবাজারে হেপাটাইটিস সি-ভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সভা অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২৭ ০৬:৩৬:৫৩

কক্সবাজারে হেপাটাইটিস সি-ভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  হেপাটাইটিস সি-ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পূর্বে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। সুস্থ শরীরকে সি-ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য চিকিৎসকের পরামর্শক্রমে ভ্যাক্সিন বা টিকা গ্রহণ করতে হবে। বুধবার কক্সবাজারে জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মায়ানমারের উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে হেপাটাইটিস সি-ভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতামূলক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলি, এহিমি বিশ্ববিদ্যালয় জাপানের বিশেষজ্ঞ চিকিৎসক ড. শেখ মো. ফজলে আকবর, বিএসএমএমইউ-এর লিভার বিভাগের চেয়ারম্যান প্রফেসর মামুন আল মাহতাব, জৈষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় চিকিৎসকরা, দেশি-বিদেশি এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ