কক্সবাজার শহরে পেশাদার ছিনতাইকারি আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-১২-৩০ ০৭:০৬:৩৮

কক্সবাজার শহরে পেশাদার ছিনতাইকারি আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে এক স্কুল শিক্ষিকাকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হানেনাতে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে কক্সবাজার শহরের বিজয় সরণীস্থ পর্যটন মোটেল শৈবালের সামনের এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

আটক রবিউল হাসান মুন্না (৩২) কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

ওসি মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পর্যটন মোটেল শৈবালের সামনের এলাকায় ডিবি পুলিশের একটি টহলদল অবস্থান করছিল। এক পর্যায়ে সেখানে উপস্থিত পুলিশের সদস্যরা জনৈক নারীর শোর-চিৎকার শুনে এগিয়ে গেলে এক যুবককে দৌঁড়তে দেখতে পায়। পরে ধাওয়া দিয়ে পুলিশ সদস্যরা ওই যুবককে আটক করতে সক্ষম হয়।

আটক যুবকটি মোটেল শৈবাল সংলগ্ন প্রকাশ আদর্শ একাডেমি এন্ড কেজি স্কুলের প্রধান শিক্ষিকা যুবাইদা নাসরিনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল।

আটক যুবকের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন সেট ও নগদ টাকা উদ্ধার করে ভূক্তভোগী স্কুল শিক্ষিকার কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানান ডিবি ওসি।

মোহাম্মদ আলী জানান, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ