টেকনাফে ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০২০-০১-১৫ ০৫:৫১:১৯

টেকনাফে ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক:  টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের শামলাপুর এলাকায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে  দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ১৫  জানুয়ারি ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।[the_ad id=”36442″]

জানা যায়,  ভোরে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে অভিযানে গেলে মাদক কারবারী চক্রের স্বশস্ত্র সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে অস্ত্র ও মাদকসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তাদের পকেটে থাকা পরিচয়পত্রের সুত্রধরে নিহতরা কুতুপালং শরণার্থী ক্যাম্পের হোছাইন শরীফের পুত্র আবুল হাশিম (৩০) এবং শামসুল আলমের পুত্র মোঃ আইয়ুব (২৪) বলে সনাক্ত করে। মৃতদেহ ২টি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এই অভিযানের ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

আরো সংবাদ