থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ব্যাপক সাড়া - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-২৬ ১২:২৬:২৭

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক: দেশ বিদেশের পর্যটক ছাড়াও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক সাড়া পড়েছে। কক্সবাজারের গ্রাম পর্যায়েও এ ব্যাপক সাড়া পড়েছে। ইতোমধ্যে দেশ বিদেশের পর্যটক ছাড়াও স্থানীয় লোকজনও রুম বুকিং দিতে মরিয়া হয়ে উঠেছে। থার্টি ফাস্ট কি জানে না এমন লোকজনও ওইদিন দর্শনীয় মুহুর্তগুলো উপভোগ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
অনেকেই ইতোমধ্যে কক্সবাজারে সপরিবারে অবস্থান করতে মনস্থির করেছেন। এ ছাড়া কক্সবাজার শহরে বসবাসরত আত্মীয় স্বজনকে আগাম জানিয়ে দিচ্ছেন ৩১ ডিসেম্বর থেকে কক্সবাজারে অবস্থান করার বিষয়টি। এই দর্শনীয় দিনের বাকি আরো ৪ দিন হলেও ইতোমধ্যে কক্সবাজারে পর্যটকে ভরপুর হয়ে গেছে। পর্যটকরা এবার মহেশখালীর আদিনাথ, বৌদ্ধমন্দির ও সোনাদিয়া মূখী হয়ে পড়েছে। সকাল বেলায় মহেশখালী পার হওয়া যেন দুরহ ব্যাপার। ৬ নং জেটিঘাটে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মচারী জসিম উদ্দিন জানিয়েছেন ইতোমধ্যে মহেশখালীতে পর্যটকের আগমন রেকর্ড ছাড়িয়েছে। ভাটার সময় জেটি দিয়ে যাতায়ত সমস্যা হওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের।
চকরিয়ার জসিম উদ্দিন জানিয়েছেন, ৩১ তারিখ কক্সবাজার যাওয়ার জন্য ইতোমধ্যে প্রায় ১৫ থেকে ২০টি গাড়ি ভাড়া করেছে স্থানীয় লোকজন। মিডিয়ায় ব্যাপক প্রচার হওয়ায় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে। এতে সকল স্থরের মানুষের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে।[the_ad id=”36442″]
রামুর ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টু জানিয়েছেন, ঈদগড় থেকেও বিপুল সংখ্যক লোক কক্সবাজার যাবে। গত বছর থার্টি ফাস্ট নাইটের সময় এমন সাড়া না পড়লেও এবার ভিন্ন অবস্থা বিরাজ করছে। ৩১ ডিসেম্বর কক্সবাজারের স্থান সংকুলন হবে কিনা সন্দেহ রয়েছে। পরিবেশ পরিস্থিতি ভাল থাকায় মানুষের মাঝে আস্থা বেড়েছে।
হোটেল মোটেল মালিক সমিতির নেতা আবুল কাসেম সিকদার জানান, ইতোমধ্যে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটন এসেছে। কোথাও তিল ধারণের ঠাই নেই। যেদিকে তাকাই শুধু পর্যটক আর পর্যটক। এতে দীর্ঘদিন পর পর্যটন শিল্পে আশার সঞ্চার হয়েছে। আগত লোকজনের মধ্যে স্থানীয় লোকজনও রয়েছে। তিনি আরও বলেন, উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়েই থার্টি ফাস্ট নাইট উদযাপিত হবে। কক্সবাজারকে সাজানো হচ্ছে রঙ্গিন সাজে।[the_ad_placement id=”after-image”]
এনিয়ে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন কক্সবাজার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। ইতোমধ্যে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তা দেশের পর্যটন শিল্পে দৃষ্টান্ত স্থাপন করবে। এতে স্থানীয় লোকজনের মাঝে উৎসাহ থাকবে এটা স্বাভাবিক বিষয়। তবে নিরাপত্তা ব্যবস্থার কোন ঘাটতি নেই।

আরো সংবাদ