নতুন করে টমটম বিক্রি করা যাবেনা-ইউএনও  - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-১০ ১২:১৯:৪৩

নতুন করে টমটম বিক্রি করা যাবেনা-ইউএনও 

কায়সার হামিদ মানিক: উখিয়া উপজেলার নতুন টমটম আর বিক্রি করা যাবেনা বলে জানিয়েছেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন,কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মতে কক্সবাজার জেলার কোথাও নতুন করে আর টমটম বিক্রি করার সুযোগ নেই। উখিয়া উপজেলায় যারা টমটম বিক্রির সাথে জড়িত বা যারা টমটমের শো রুম করেছেন তারা আগামি এক সপ্তাহের মধ্যে এগুলো বন্ধ করে দেবেন। এক সপ্তাহ পর আমরা অভিযান পরিচালনা করবো এবং যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ শো রুম গুলো সিলগালা করে দেওয়া হবে। এটা উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিন্ধান্ত। এমনিতেই যানজটে কাহিল জনগন। যত্রতত্র টমটমের ফলে জনগনের ভোগান্তি বেড়েছে। তাই নতুন করে টমটম নেমে জনগনের ভোগান্তি আরো বাড়ুক আমরা তা চাইনা। ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্য উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী এ কথা বলেন। তিনি আরো বলেন,মাদক ও মানবপাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এলাকায় কারা অপরাধের সাথে যুক্ত তাদের চিস্থিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে। সবার সন্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা ঠিক রাখতে হবে।
উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা রঞ্জন কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, পালংখালী ইউনিয়নের গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের নুরুল আমিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলভী বখতিয়ার আহামদ সহ সরকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

আরো সংবাদ