পেকুয়ায় চালককে জবাই করে টমটম ছিনতাই - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১০-১৪ ১৭:৫২:২৩

পেকুয়ায় চালককে জবাই করে টমটম ছিনতাই

 পেকুয়ায় জমির উদ্দিন (২৫) নামের এক চালককে জবাই করে ব্যাটারি চালিত অটোরিক্সা (টমটম) ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টায় এবিসি সড়কের নুইন্যামুইন্যা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। জমির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা আহত অবস্থায় জমিরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, পেকুয়া কলেজ গেট চৌমুহনী স্টেশন থেকে ৫ জন যাত্রী নিয়ে সদরের বাঘগুজারা বাজারে যাচ্ছিল জমির উদ্দিন। যাত্রীবেশে ছিনতাইকারীরা নুইন্যামুইন্যা ব্রিজ পয়েন্ট পৌঁছলে চালককে জবাই করে টমটম গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা।[the_ad id=”36489″]

প্রত্যক্ষদর্শী জুয়েল ও আক্কাস জানায়, আমরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। জমির উদ্দিন গলায় কাপড় প্যাচিয়ে ধরে আমাদের ইশারা করে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

জমির উদ্দিনের ছোট ভাই জয়নাল আবেদীন বলেন, ‘কয়েক মাস আগে আমার ভাই গাড়িটি এক লাখ ১০ হাজার টাকা দিয়ে ক্রয় করে। যাত্রী নিয়ে তিনি চৌমুহনী থেকে বাঘগুজারা বাজারে যাচ্ছিল। ধারালো ছোরা দিয়ে ভাইয়ের গলা কেটে যাত্রীবেশে ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে যায়। আমার ভাই ২ সন্তানের জনক।’

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ রুবেল বলেন, ‘তার অবস্থা খুবই গুরুতর। গলার অর্ধেক অংশ কেটে ফেলছে। পিঠেও ছোরার আঘাত রয়েছে। তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।’

আরো সংবাদ