বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসা উৎসব উৎযাপিত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১০-১৪ ১৯:২৮:৫২

বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসা উৎসব উৎযাপিত

আনিস নাঈমুল হক: কক্সবাজারের রামুতে নানা আনুষ্টানিকতায় কল্পজাহাজ ভাসা উৎসব পালিত হয়েছে।রামু ফকিরা বাজারের পূর্বপাশে বাঁশ,বেত, কাঠ রঙিন কাগজ দিয়ে শৈল্পিক কারুকার্যে তৈরি হাঁস,ঘোড়া,হাতি,ময়ূর বৌদ্ধমন্দিরের আবেশে ফুটিয়ে তোলা হয় ১০টি কল্পজাহাজ। নৌকাকে বাশেঁর সাথে রশি দিয়ে বেধে ভেলা বানিয়ে বাঁকখালী নদীতে ভাসানো হয় এসব কল্পজাহাজ।[the_ad_placement id=”new”]

রামু কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎযাপন পরিষদের সভাপতি জোতির্ময় বড়ুয়া রিগ্যানের সভাপতিত্বে,ও সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোথামের সঞ্চালনায় বাঁকখালী নদীতে অনুষ্টান শুরু হয়, উক্ত অনুষ্টানের প্রধান অতিথী কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, প্রত্যেক ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে।মানবতার মহান নবী হযরত মোহাম্মদ ( সা:) বলেছেন কোনো ধর্মের মানুষকে ঘৃণা না করতে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না দিতে বারণ করেছেন আমাদের সব ধর্মের মানুষদের সাথে মিলেমিশে থাকতে হবে,তাহলে সমাজ,জাতি সুন্দর হবে। বিশেষ অতিথি জেলা প্রসাশক কামাল হোসেন বলেন,পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রসহকারি ভূমি কমিশনার চাইথোইহ্লা চৌধুরি, এটিএন বাংলা নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা, বৌদ্ধকল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, রামু থানার ওসি মো. আবুল খায়ের, ওসি তদন্ত মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকগন উপস্হিত ছিলেন।[the_ad_placement id=”new”] আনুষ্টানিকতা শেষে নদীর দূপাড়ে উৎসব মূখর জনতা কল্পজাহাজ ভাসা দেখার জন্য দুপাড়ে ভীড় জমায় ও বিভিন্ন ধর্মীয় মানুষ অনুষ্টান উপভোগ করেন। সন্ধ্যা ঘনিয়ে আসলে কল্পজাহাজ ভাসা শেষে প্রধান অতিথি,বিশেষ অতিথি ও বৌদ্ধধর্মীয় নেতারা মিলে সাআ…দু, সাআ…দু ধ্বনিতে উৎসব মূখর পরিবেশে ফানুস উড়িয়ে দেন

আরো সংবাদ