বাংলাদেশি জলসীমায় দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় জেলেরা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-২১ ০৭:৪১:১৮

বাংলাদেশি জলসীমায় দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় জেলেরা

নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশি জেলেরা মাছ না ধরলেও মাছ ধরা অব্যাহত রেখেছে ভারতীয় জেলেরা। অভিযোগ রয়েছে, সমুদ্রে অবাধে বাংলাদেশি জলসীমায় দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় জেলেরা। বাংলাদেশি জেলেরা চরম দরিদ্র্যতা উপেক্ষা করে ইলিশ সম্পদ রক্ষা করলেও ভারতীয়রা মা ইলিশ ধরছে নির্দ্বিধায়।

 

[the_ad id=”36489″]অবশ্য প্রশাসন বলছে, নদী ও সমুদ্রে তাদের তৎপরতায় কমতি নেই। ইলিশ প্রজনন মৌসুম উপলক্ষে নিষেধাজ্ঞার শুরু থেকে বাংলাদেশি জেলেরা চরম আর্থিক সংকটের মধ্যে মাছ ধরা বন্ধ করে ট্রলারগুলো নোঙর করে রেখেছেন উপকূলের বিভিন্ন নদী ও সমুদ্র মোহনায়। ট্রলার আর জাল মেরামতে দিন পার করলেও ক্ষোভ আর হতাশা যেন বেড়েই চলেছে। তাদের অভিযোগ, সারা বছরই গভীর সমুদ্রে বাংলাদেশি জলসীমায় দাপিয়ে বেড়ায় ভারতীয় জেলেরা। আর এখন সমুদ্রে অবাধে বাংলাদেশি জলসীমায় ঢুকে মা ইলিশ ধরছে তারা। সম্প্রতি রাজশাহীর পদ্মায় ভারতীয় জেলে ও বিএসএফ সদস্যদের বেপরোয়া আচরণ, গত ৬৫ দিনের অবরোধে পায়রা বন্দরে আশ্রয় নেয়া ৩২টি ভারতীয় ট্রলার আসাই প্রমাণ করে নিষেধাজ্ঞার সময় বাংলাদেশি জলসীমায় ভারতীয় জেলেদের অবাধে মাছ ধরা। সমুদ্রে নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপর আছে বলে দাবি করেন বরগুনা জেলা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে নদী ও সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

আরো সংবাদ