বিজয়ের ৪৮ বছরেও সংকটে রাজনীতি, অর্থনীতিসহ সামাজিক ক্ষেত্র - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-১৬ ০৩:৫৯:৩২

বিজয়ের ৪৮ বছরেও সংকটে রাজনীতি, অর্থনীতিসহ সামাজিক ক্ষেত্র

নিউজ ডেস্ক: বিশ্ববাসীর চোখে বাংলাদেশের উন্নয়ন অনন্য এক বিস্ময়। নিভৃত প্রান্তও এখন বদলেছে উন্নয়নের ছোঁয়ায়। কিন্তু এর পাশাপাশি গত চার যুগে বড় হয়েছে রাজনীতি, অর্থনীতি আর সামাজিক নানা সঙ্কট।

মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রতিটি ভোর এখন স্বপ্ন দেখায় নতুন করে বাঁচার। বিশ্ববাসীর চোখে দারিদ্র্য পরিমাপের ভিত্তি হিসেবে একসময় দেখা হতো যে বাংলাদেশকে, সময়ের পরিক্রমায় অনেক দেশের কাছেই এখন তা উন্নয়নের রোল মডেল।  কিন্তু সুষ্ঠু রাজনৈতিক চর্চা, অর্থনৈতিক মুক্তি কিংবা সাম্য প্রতিষ্ঠায় কতোটা এগিয়েছে বাংলাদেশ?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, স্বাধীনতার ৪৮ বছরেও চোখে পড়ার মত বড় সঙ্কট প্রকৃত গণতন্ত্রের অভাব।

[the_ad id=”36442″]অর্থনীতিবিদ ড. আকবর আলি খান বলেন, পরিসংখ্যানের বিচারে অর্থনীতি এখন বহু দেশের চেয়ে ভালো। প্রবৃদ্ধিতে হচ্ছে নতুন রেকর্ড। মাথাপিছু আয় বেড়েছে কয়েকগুণ। নিজেদের সাথে তুলনায় এই অর্জন অসামান্য হলেও অন্য দেশগুলোকে আমলে নিলে অপ্রাপ্তিকেও ছোট মনে হয় না।

অর্থনীতিবিদ ড: হোসেন জিল্লুর রহমানের মতে, যতোটা বেড়েছে অর্থনীতি ততোটা সমান সুবিধা মেলেনি সবার জন্য।

অর্থনীতিবিদদের মতে, সম্ভাবনা যে অফুরন্ত তাতে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে দরকার রাজনৈতিক সদিচ্ছা।

আরো সংবাদ