মগনামা ইউপি চেয়ারম্যান ওয়াসিমের বিরুদ্ধে মামলা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-২৫ ১৮:০১:২৮

মগনামা ইউপি চেয়ারম্যান ওয়াসিমের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: পেকুয়া উপজেলার মগনামায় ৩৪ পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ডিসেম্বর) মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার বজল করিমের ছেলে নাজির হোসেন বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।[the_ad id=”36442″]
মামলার বিবাদীরা হলেন, মগনামা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার কলিম উল্লাহ চৌধুরীর ছেলে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম, কালার পাড়ার বশির আহমদের ছেলে হারুন আল রশিদ মানিক, আফজলিয়া পাড়ার মৃত নুরুন্ননবীর ছেলে জয়নাল আবেদীন, কালার পাড়ার গোলাম কাদেরের ছেলে সাহাব উদ্দিন, পশ্চিমকুলের নুরুল আবছারের ছেলে জিয়াবুল, একই ইউনিয়নের মৃত মোক্তার আহমদের ছেলে আবদু শুক্কুর, নুরুল ইসলামের ছেলে নেজাম উদ্দিন, আফজলিয়া রুস্তম আলীর ছেলে আলী আকবর, কালার পাড়া মৃত ইদ্রিসের ছেলে আনছার, আশরফ মিয়ার আবদুল হাকিম, মোঃ বাদশার ছেলে শফি আলম, ফরিদুল আলমের ছেলে শাকের উল্লাহ, কালার পাড়ার মৃত গোলাম কাদেরের মঈন উদ্দিন, শুদ্ধখালী পাড়ার মৃত মোক্তার আহমদের ছেলে আলমগীর ও বেদরবিল পাড়ার মোহাম্মদ শরীফের ছেলে আলী হোছন।[the_ad_placement id=”content”]
মামলার এজহার সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে। যার নাম দেয় ওয়াসিম বাহিনী। এই বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষকে অত্যাচার, জোর জুলুম ও জবরদখল করে চলছে। ইউপি চেয়ারম্যানেরর নেতৃত্বে কাকপাড়া এলাকার বিভিন্ন জনের বসতবাড়ি জবরদখলের উদ্দেশ্যে বসবাসকারীদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। উল্লেখিত আসামীগণ তাদেরকে তাদের পূর্বপুরুষের বসববাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এ হুমকি প্রদান করে আসে। তারই ধারাবাহিতায় চলতি বছরের গত ০৮ আগষ্ট সকালে প্রধান আসামী ওয়াসিমের নেতৃত্বে অনন্য আসামীগণ কাকপাড়ার ওই ৩৪টি বসতঘরের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে বের করে দেয়৷ এসময় তাদেরকে মারধর করে স্কেবেটারের মাধ্যমে বসতঘর গুলো গুডিয়ে দেয় তারা। সেদিন ৪টি স্কেবেটার দিয়ে ৩৪টি বসতঘর সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। এতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া প্রধান আসামীর হুকুমে অন্য আসামীরা বাদী ও সাক্ষীগণকে প্রাণেহত্যার চেষ্টা চালালে তারা পরিবার পরিজন নিয়ে প্রাণে বাঁচার জন্য বাড়ীঘর ইউপি চেয়ারম্যান ওয়াসিমের দখলে দিয়ে তারা পালিয়ে যায়। বর্তমানে ওই জায়গায় সাগর থেকে বালি তুলে ভরাট করে ফেলা হচ্ছে। আসামীগণ প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ গ্রহণ করেনি। উল্লেখ্য এ মামলার প্রধান আসামী চেয়ারম্যান ওয়াসিমের বিরুদ্ধে মামলা নং- সিআর-৭৮৩/১৭, জিআর- ০৭/১৮ ও জিআর- ০৯/১৮ সহ আরো কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে।

আরো সংবাদ