মামলাবাজ সিন্ডিকেটের ভুয়া মামলায় বিপাকে সাধারণ মানুষ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২৬ ১৮:৪৮:২৮

মামলাবাজ সিন্ডিকেটের ভুয়া মামলায় বিপাকে সাধারণ মানুষ

ভুয়া মামলায় ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রোববার (২৬ জানুয়ারি) ভুক্তভোগী কয়েকটি পরিবার প্রতিকার চেয়ে উচ্চ আদালতে মানববন্ধন করেছেন। হস্তক্ষেপ কামনা করেছেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির।

হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের এই মানববন্ধন। উচ্চ আদালতে এমন প্রতিবাদ এর আগে কখনো দেখা যায়নি।

ভুক্তভোগী কয়েকজনের দাবি, মামলাবাজ সিন্ডিকেটকে কয়েক লাখ টাকা দিয়েও এই চক্র থেকে মুক্তি মেলেনি। তাই সর্বোচ্চ আদালতে এই প্রতিবাদ।

তারা বলেন, বিভিন্ন জেলা থেকে কোর্টে বিভিন্ন মামলা দেয়া হচ্ছে। বাদী সাক্ষীকে চেনে না, সাক্ষী বাদীকে চেনেনা। অনেকে বলেন, এই লোকটাকে টাকা দিয়ে ৫ বছরের জন্য কিনে নিলাম। যত মামলা হবে, ৫ বছর সে জেল খাটবে। প্যাকেজ সিস্টেমে টাকা দিয়ে মানুষ কিনে নেয়।

এ বিষয়ে প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।

তারা বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। আমাদের বাবাকে আমরা বাঁচাতে চাই।

আইনজীবীরা বলছেন, মামলার তদন্ত ঠিকমত হলে এবং বিচারক আরো সচেতন হলে দৌরাত্ম কমবে মামলাবাজ সিন্ডিকেটের।

অ্যাডভোকেট কুমার দেবুল দে বলেন, মামলা নিয়ে সন্দেহ থাকলে পুলিশের উচিত মামলা গ্রহণের আগেই প্রাথমিক একটি তদন্ত করা। তদন্তের পর মামলা গ্রহণ করা উচিত। কোর্টেও পিটিশন মামলা হলে প্রাথমিক তদন্তের পর মামলা নেয়া উচিত।

এ বিষয়ে বিচারবিভাগ ও পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরো সংবাদ