মিয়ানমারের ৪ বিজিপি সদস্যকে হস্তান্তর করেছে বিজিবি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০৪ ১৯:৫১:০৪

মিয়ানমারের ৪ বিজিপি সদস্যকে হস্তান্তর করেছে বিজিবি

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফনদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী-বিজিপির চার সদস্যকে হস্তান্তর করা হয়েছে। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ৪ সেপ্টেম্বর দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের ৪ বিজিপি সদস্য হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, গতকাল দুপুর আটক চার বিজিপি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২৫ আগস্ট রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী পয়েন্ট থেকে এ চার সদস্যকে আটক করে বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিজিপি সদস্য বলে স্বীকার করেন। এ সময় তাদের ব্যবহৃত একটি স্পিডবোট, অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

আরো সংবাদ