মিয়ানমার থেকে ৩৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১০-১৭ ০৫:৩১:২৮

মিয়ানমার থেকে ৩৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

মোহাম্মদ আব্দুল্লাহ টেকনাফ: টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে ৩টি ট্রলারে ৩৭০ মেট্রিক টন পেঁয়াজ।গত দুইদিন আমদানি বন্ধ থাকার পর বুধবার (১৬ অক্টোবর) এসব পেঁয়াজ আমদানি করেছে ব্যবসায়ীরা। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন জানান, ৩টি ট্রলারে করে ৩৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে তিন ব্যবসায়ী। আবু আহমদ, মোহাম্মদ সাদ্দাম ও মোহাম্মদ সেলিমের কাগজপত্র হাতে পাওয়ায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ২০৪ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। বাকিগুলো খালাসের প্রক্রিয়াধীন। সরকারের নির্দেশ অনুসারে পেঁয়াজ ভর্তি ট্রলারকে সবার আগে খালাস করা হচ্ছে। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলম জানান, বন্দরে অব্যবস্থাপনার কারণে পেঁয়াজ খালাস করতে দেরি হচ্ছে। পেঁয়াজ পচে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।[the_ad_placement id=”new”]

আরো সংবাদ