রামুতে নয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-২৬ ১৭:৪২:২২

রামুতে নয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক: কক্সবাজারের রামুতে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। ২৬ মার্চ বিকালে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া,আবাসিক মেডিকেল অফিসার ডাঃআবদুল্লাহ আল কাওসার, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ফরিদুল আলম,জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স,রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিং সুপার ভাইজার মিল্কি রানী দাশ,রামু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মনতাজ উদ্দিন, রামু উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দর্পণ বড়ুয়া, অফিস সহকারি কাম-কমপিউটার ধীমান বড়ুয়া। আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি,এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন,করোনা ভাইরাস প্রতিরোধে,কক্সবাজার জেলায় বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি,জনসাধারণের সহায়তার জন্য নানান উদ্যোগ নিয়েছে সরকার। আতংকিত না হয়ে সরকারী নির্দেশনা পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সনাক্ত করার পর রামু হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদেরহাসপাতালে পর্যাপ্ত উপকরণ চলে এসেছে। রামুতে ৫০ শয্যার আইসোলেশন ও কোয়েরেন্টাইন ইউনিট স্থাপনা করা হয়েছে।

আরো সংবাদ