রোহিঙ্গা শিশুর ছুরিকাঘাতে রোহিঙ্গা কিশোর নিহত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-০৯ ০৬:৫৮:৫১

রোহিঙ্গা শিশুর ছুরিকাঘাতে রোহিঙ্গা কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক রোহিঙ্গা শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার রাত ৮ টায় উখিয়ার এলাকার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ (১৭) উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে। গ্রেপ্তার নুর মোহাম্মদ (১২) একই ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।[the_ad id=”36489″]

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার  ওসি আবুল মনসুর বলেন, রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বাজারের এক চায়ের দোকানে মোহাম্মদ আব্দুল্লাহ চা-পান করছিল। এসময় দোকানটির কর্মচারী নুর মোহাম্মদের সঙ্গে আব্দুল্লাহ’র তুচ্ছ এক বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানের ভিতরে সবজি কাটার কাজে থাকা নুর মোহাম্মদ হাতের ছোরাটি দিয়ে আব্দুল্লাহকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে।

[the_ad_placement id=”after-image”]এসময় ক্যাম্প সংলগ্ন চিকিৎসা কেন্দ্রটির কর্তব্যরত চিকিৎসক  আব্দুলাহকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তিনি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ