রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান দরকার-লি জিমিং - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৬ ২০:৫৫:১৪

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান দরকার-লি জিমিং

নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংকটের দ্রুত সমাধান হওয়া দরকার। এজন্য রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি আলোচনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গেও আলোচনা চলছে। আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান হবে। ১৬ সেপ্টেম্বর বিকেলে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। চীনের রাষ্ট্রদূত বলেন, ‘২০১৭ সালে সৃষ্ট সংকটের পর থেকে রোহিঙ্গারা যেভাবে আছে এভাবে তাদের জীবন হতে পারে না। এ সংকট সমাধানে কী কী করা প্রয়োজন তা খতিয়ে দেখতেই কক্সবাজার এসেছি। পাশাপাশি কয়েকজন রোহিঙ্গার সঙ্গে আলোচনাও করেছি। এ সময় আমার সঙ্গে ইউএনএইচসিআর ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিরাও ছিলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দুইটি ট্রানজিট ঘাটও পরিদর্শন করেছি। সেখানকার প্রস্তুতিও দেখেছি। আশা করছি খুব শীঘ্রই এ সংকটের একটি পথ খুলবে।’ এদিকে তার সঙ্গে থাকা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত) শামসুদ্দৌজা নয়ন  বলেন, ‘ট্রানজিট ক্যাম্পে কী কী প্রস্তুত রয়েছে তা জানতে চেয়েছেন। আমি প্রত্যাবাসনের জন্য বাংলাদেশে সবকিছু প্রস্তুত রয়েছে এবং যেকোনো মুহূর্তে প্রত্যাবাসন করা যাবে বলেও জানিয়েছি।’এর আগে, সকাল ১০টার দিকে চীনের রাষ্ট্রদূত টেকনাফের কেরুনতলী ট্রানজিট ঘাট পরির্দশন করেন। রোহিঙ্গাদের একটি গ্রুপ মিয়ানমারে গিয়ে অবস্থা দেখে চলে আসবেন, যদি সেখানের অবস্থা ভালো হয় পরিবার নিয়ে যেতে পারবেন। মতামত শেষে শালবন শিবিরের আশ্রিত রোহিঙ্গাদের তিনটি বাসায় যান। তাদের বাসা দেখেন, পরিবারের সঙ্গে কথা বলেন এবং কিছু স্কুল ব্যাগ ও ফুটবল তুলে দেন লি জিমিং। উল্লেখ্য, গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রতিনিধিদল পাঠায় চীন। প্রতিনিধিদের উপস্থিতিতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে সরকার। কিন্তু রোহিঙ্গারা রাজি না হওয়ায় সেই প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

আরো সংবাদ