লোকে আজকাল ঘরের সুস্বাদু বিরিয়ানি খায় না! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১০-০১ ১৯:০৬:২১

লোকে আজকাল ঘরের সুস্বাদু বিরিয়ানি খায় না!

লোকে আজকাল সৃষ্টিকারীকে খুঁজে না,
ভোগবাদীদের খুঁজে!
লোকে আজকাল সত্য-সহজকে খুঁজে না,
তৈলবাজ, পিনবাজ, ফাঁকিবাজ ও ভাগ-বাঁটোয়ারাকারী ও কঠিন মোনাফিককে খুঁজে!

লোকে আজকাল কোটি-কোটি মাথাকে খুঁজে না,
কোটি-কোটি মাথার উপর নারকেল ভাঙ্গা লোককে খুঁজে!

লোকে আজকাল দেশ প্রেমিককে খুঁজে না,
দেশ ও দেশের মানুষকে অন্যের হাতে তুলে দেওয়া লোককে খুঁজে!

লোকে আজকাল ধার্মিককে খুঁজে না,
ধর্মকে ব্যাবহার করে লোক দেখানো অনুষ্ঠান পালনকারীকে খুঁজে!

লোকে আজকাল চোখে দেখা প্রকৃত সত্যকে খুঁজে না,
মুখে বলা শোনা কথাকে বেশি বিশ্বাস করে!

লোকে আজকাল চরিত্রবান, ধার্মিক, গুণী ও সুন্দর মন খুঁজে না,বাহ্যিক রুপে রূপবতী, বাহ্যিক গুণে গুণধর ও বাহ্যিক তৈলে তৈলাক্ত তৈলাধারকে খুঁজে!লোকে আজকাল ক্ষুধার নিবারনের জন্য হোটেলে খায় না,
ছবি ও লোকেশন শেয়ার করে ব্যক্তিত্ব তুলে ধরার জন্য খায়!

লোকে আজকাল রাতের আধাঁরে অনাহারীকে খাবার দেয় না,
সূর্য কিংবা ফ্লাশ লাইটের আলোর ঝলকানিতে পুটলা দেয়!
লেখক– রাব্বি আহম্মদ।

আরো সংবাদ