শুভ জন্মদিন কন্ঠশিল্পী মাহফুজুর রহমান - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১১-৩০ ২২:০৬:২৩

শুভ জন্মদিন কন্ঠশিল্পী মাহফুজুর রহমান

বেসরকারী চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং কন্ঠশিল্পী ড. মাহফুজুর রহমানের জন্মদিন আজ । এক সময়ের পোশাকশিল্প (গার্মেন্ট) ব্যবসায়ী মাহফুজুর রহমান গান গাইতে বেশ ভালোবাসেন। তার স্ত্রী ইভা রহমানও একজন সঙ্গীতশিল্পী।

একজন ব্যবসায়ী হিসাবে ১৯৭৫ সালে তিনি নীট ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর ভারতে ঘুরতে গিয়ে মুম্বাইয়ে জি টিভি চ্যানেল দেখে অনুপ্রানিত হয়ে ১৯৯৫ সালে বাংলাদেশে বেসরকারী টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠা করেন।[the_ad id=”36442″]

২০১৭ সালে একটি টিভি সংগীত অনুষ্ঠানের মাধ্যমে তিনি একজন সংগীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন। এরপর ২০১৭-এর ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ শিরোনামে বেশ কয়েকটি গান নিয়ে হাজির হন তিনি। একই বছর তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ প্রকাশ হয়।[the_ad_placement id=”after-image”]

সে গানগুলো দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালেও তার ‘বলো না তুমি কার’ একক সংগীতানুষ্ঠান প্রচারিত হয় এটিএন বাংলায়। ২০১৯ সালে নিজের রচিত গান নিয়ে মন থেকে রইল শুভকামনা অনুষ্ঠানটি করেন। এছাড়াও প্রতিবছর ঈদে তার একক সঙ্গীত অনুষ্ঠান প্রচারিত হয়।

আরো সংবাদ